মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeকলকাতাকলকাতা মেডিক্যালে মারা গেল আরও দুই শিশু, আতঙ্কে রাজ্যবাসী

কলকাতা মেডিক্যালে মারা গেল আরও দুই শিশু, আতঙ্কে রাজ্যবাসী

রাজ্যজুড়ে এখন শুধুমাত্র অ্যাডিনাভাইরাসের ছায়া। বুধবার ভোরে আরো একবার কলকাতা মেডিকেল হাসপাতালে মৃত্যু হলে ৬ মাসের এক শিশুর কন্যার। মঙ্গলবার রাতে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আরও একটি ৬ মাসের শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, মৃত শিশুদের মধ্যে একজনের বাড়ি হুগলি জেলার মগরা। গত ২৭ জুন জ্বর এবং শ্বাসকষ্ট সহ একাধিক উপসর্গ নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল ওই শিশুটি। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছিল সে। অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্র থেকে। ডেথ সার্টিফিকেটের লেখা রয়েছে অ্যাডিনোভাইরাসের কথা। এছাড়াও ঐ শিশুটির অপুষ্টি এবং সেপসিসের সমস্যা ছিল।

মৃতের মধ্যে অন্য আরেক শিশু উলুবেরিয়ার বাসিন্দা। জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল সে। প্রথমে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা শুরু হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে ভর্তি করানো হয় মেডিকেল কলেজে। জরুরী বিভাগে শিশুটি ভর্তি হয়েছিল মেডিকেল কলেজে। সেখানেই মঙ্গলবার রাতে সে মারা যায়। তার মৃত্যু শংসাপত্রেও এই ভাইরাসের উপস্থিতির কথা লেখা রয়েছে।

প্রসঙ্গত, কলকাতার বিসি রায় এবং কলকাতা মেডিকেল কলেজ সহ একাধিক হাসপাতালে পরপর শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাইরাসকে আটানোর জন্য চিকিৎসকদের আরো তৎপর থাকার কথা বলেছেন তিনি। অন্যদিকে চিকিৎসকরা, সামান্য উপসর্গ হলেও সমস্ত টেস্ট করানোর কথা বলছেন অভিভাবকদের। তবে জ্বর হলে প্রথমে প্যারাসিটামল এবং প্রচুর পরিমাণে জল খাওয়ানোর কথা বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments