বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeখেলাফুটবলবাংলার ২২ জন মহিলা ফুটবলারকে নিয়ে নারী দিবসে অভিনব প্রতিযোগিতা

বাংলার ২২ জন মহিলা ফুটবলারকে নিয়ে নারী দিবসে অভিনব প্রতিযোগিতা

আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমরা প্রত্যেকেই এ দিনটিতে অঙ্গীকারবদ্ধ হই নারীদের সম্মান সুরক্ষা দেওয়ার কিন্তু এই প্রথমবার এমন এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যা এক অভিনব উদ্যোগ। নারী দিবসের প্রাক্কালে এই উদ্যোগকে সাধুবাদ জানানো দরকার।

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেটির উদ্বোধন হবে নারী দিবসে। এতে বাংলার ২২ জন মহিলা ফুটবলার অংশগ্রহণ করতে চলেছেন। এই প্রতিযোগিতার আয়োজনে রয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন ও ফুটবল সংস্থা আইএফএ। এই প্রতিযোগিতার নামকরণও হয়ে গিয়েছে সম্পূর্ণা কাপ, যথার্থই সে নাম।

এই প্রতিযোগিতা মহিলা ফুটবলারদের উদ্দেশ্যে একটি বার্তা, সমস্ত মহিলা ফুটবলারদের পাশে থাকতে বদ্ধপরিকর হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন। বহু বিশিষ্টজনরা আমন্ত্রিত হওয়ার সাথে সাথে এই অনুষ্ঠানে নিমন্ত্রিত রয়েছেন বিভিন্ন শিল্পপতিরাও যা এক অন্য মাত্রা দেবে এই প্রতিযোগিতাকে। এমন উদ্যোগ এর আগে কখনো কেউ দেখেনি। তাই মনে করা হয় এটি একটি উল্লেখযোগ্য গুরুত্ব বহন করবে আগামীদিনে।

তবে শুধুমাত্র মহিলা ফুটবলারদের জন্যই নয় যারা বাংলার আগামী ভবিষ্যতের ফুটবলার তাদের উদ্দেশ্যেও সমাজকে বার্তা দেওয়া যাতে তাদেরকে সামাজিক সুরক্ষা দিতে পারি আমরা এবং ভবিষ্যতে ফুটবলারাও যাতে তাদের খেলার বাইরে শিল্পের সঙ্গে নিজেদের যোগস্থাপন করতে পারেন, তাতে করে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments