আবার ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা, তাও আবার খোদ কলকাতায়। সোমবার সকালে দক্ষিণ কলকাতা দক্ষিণাপনের একটি শাড়ির দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। কিন্তু কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে দমকল সূত্র থেকে জানা গেছে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেই অনুমান সকলের।
সোমবার ওই এলাকায় হঠাৎ করে প্রবল ধোঁয়া দেখা যায়। স্থানীয় বাসিন্দারা খবরদেন দমকলে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যান। সোমবার দুপুর দুটো নাগাদ দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে এই সম্পূর্ণ ঘটনায় কোন হতাহত বা নিহতের খবর সামনে উঠে আসেনি। মনে করা হচ্ছে, এই ঘটনা যখন ঘটে যায় তখন ওই স্থানে কেউ উপস্থিত ছিলেন না তাই কোন নিহত বা হতাহতের খবর সামনে উঠে আসেনি।