রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeপ্রযুক্তিসাবস্ক্রিপশন চালু Meta-র! ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ব্লু’ ব্যাজ পেতে কত টাকা লাগবে?

সাবস্ক্রিপশন চালু Meta-র! ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ব্লু’ ব্যাজ পেতে কত টাকা লাগবে?

[ad_1]

এবার ‘ব্লু’ ব্যাজের জন্য প্রিমিয়াম পরিষেবা শুরু করতে চলেছে মেটা। যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা সেই পরিষেবার জন্য টাকা দেবেন, তাঁদের ‘ব্লু’ ব্যাজ প্রদান করা হবে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সেই পরিষেবা চালু করবে মেটা। যা ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা। মেটার তরফে জানানো হয়েছে, ওয়েবের ক্ষেত্রে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বাবদ ১১.৯৯ ডলার নেওয়া হবে। iOS প্ল্যাটফর্মের ক্ষেত্রে তা পড়বে ১৪.৯৯ ডলার।

রবিবার মেটার তরফে জানানো হয়েছে, আপাতত একটি মাসিক সাবস্ক্রিপশন পরিষেবা পরীক্ষা করে দেখা হচ্ছে। যে পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘Meta Verified’। সেই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা সরকারি পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তাঁরা ‘ব্লু’ ব্যাজ প্রদান করা হবে।

সেই সাবস্ক্রিপশনের ফলে কী কী বাড়তি সুবিধা মিলবে? 

মেটার তরফে জানানো হয়েছে, যাঁরা ‘ব্লু’ ব্যাজের জন্য টাকা দেবেন, তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সরকারি পরিচয়পত্র দিয়ে যাচাই করা হবে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের সেই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ইউজাররা বাড়তি সুরক্ষা পাবেন। অর্থাৎ যাঁরা সাবস্ক্রিপশন করবেন, তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল বাড়তি সুরক্ষিত থাকবে।

বিষয়টি নিয়ে মেটার সিইও মার্ক জুকারবার্গ বলেছেন, মেটা ভেরিফায়েডের মাধ্যমে ‘সরকারি পরিচয়পত্রের ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট যাচাই করা হবে; ব্লু ব্যাজ পাবেন; আপনার পরিচয় ব্যবহারকারী অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে আপনাকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে এবং সরাসরি কাস্টমার সার্ভিসের সুবিধা দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এই নয়া ফিচারের মাধ্যমে আমাদের পরিষেবার সত্যতা এবং সুরক্ষা বাড়ানো হচ্ছে।’

আরও পড়ুন: Facebook and Instagram allows Bare Breast Photos – ফেসবুক-ইনস্টাগ্রামে স্তনের ছবি পোস্ট করতে পারবেন মহিলারা, সিদ্ধান্ত মেটার

মেটার তরফে জানানো হয়েছে, যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট ইতিমধ্যে ভেরিফায়েড আছে, সেগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। যাঁরা ১৮ বছরের ঊর্ধ্বে, তাঁরাই শুধুমাত্র এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। আপাতত ‘বিজনেস’ প্রোফাইলের ক্ষেত্রে সেই সাবস্ক্রিপশন পরিষেবা চালু করা হবে। আপাতত শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সেই সাবস্ক্রিপশন পরিষেবা মিলবে বলে মেটার তরফে জানানো হয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

[ad_2]

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments