Updated: 15 Feb 2023, 01:00 PM IST
Soumick Majumdar
মোজিলা, অ্যাপেলের সাফারি, গুগলের ক্রোমের দাপটে ক্র… more
মোজিলা, অ্যাপেলের সাফারি, গুগলের ক্রোমের দাপটে ক্রমেই জনপ্রিয়তা কমতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরারের। বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরারের একমাত্র ব্যবহার হয়ে দাঁড়িয়েছে ক্রোম বা ফায়ারফক্স ডাউনলোড করা। ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসাবে এজ ব্রাউজার আনে মাইক্রোসফট। সেই এজ ব্রাউজারেরও যদিও একই অবস্থা।
1/6 শেষ কয়েকটি মাসও পার হয়ে গেল। একেবারেই বিদায় নিচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ১১। মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি উইন্ডোজ 10-এর বেশ কিছু ভার্সানেই ইন্টারনেট এক্সপ্লোরারের অবসান ঘটছে। তার বদলে আপডেটের মাধ্যমে মাইক্রোসফট এজ ব্রাউজার এসে যাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/6 আপডেটের পরেই Windows 10-এর বেশিরভাগ ক্লায়েন্ট ভার্সানে ইন্টারনেট এক্সপ্লোরার 11 বন্ধ হয়ে যাবে। গত কয়েক মাস ধরেই অবশ্য Edge ব্রাউজারকে নিয়েই সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে মাইক্রোসফট। প্রতীকী ছবি: মাইক্রোসফট (Reuters)
3/6 ২০২১ সালেই ইন্টারনেট এক্সপ্লোরারের সাপোর্ট বন্ধ করেছিল মাইক্রোসফট। সেই সময়েই জানানো হয়েছিল যে উইন্ডোজ-এর ব্রাউজার বন্ধ করার পরিকল্পনা। ফাইল ছবি: এপি (Reuters)
4/6 মাইক্রোসফটের Edge ব্রাউজার এবং Bing সার্চ ইঞ্জিনে OpenAI-এর কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর সেটিই Google-এর সার্চ ইঞ্জিন ব্যবসা এবং Chrome ব্রাউজারকে টেক্কা দেওয়ার অন্যতম অস্ত্র হতে পারে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: এপি (Reuters)
5/6 ১৯৯৫ সালে প্রথম পথ চলা শুরু এই ব্রাউজারের। Windown 95-এর সঙ্গে অ্যাড-অন প্যাকেজ হিসাবে এই ব্রাউজার রিলিজ করেছিল মাইক্রোসফট। এরপরে অবশ্য উইন্ডোজের পুরো প্যাকেজের সঙ্গেই ইন্টারনেট এক্সপ্লোরার দিতে শুরু করে মাইক্রোসফট। ২০০৩ সাল নাগাদ বিশ্বজুড়ে ব্রাউজার বলতে সবাই ইন্টারনেট এক্সপ্লোরারই বুঝত। অনেকেরই প্রথম ইমেল, গুগল, ইয়াহু, অরকুটের অভিজ্ঞতা এই ইন্টারনেট এক্সপ্লোরার থেকেই। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
6/6 তবে সময়ের সঙ্গে মোজিলা, অ্যাপেলের সাফারি, গুগলের ক্রোম ব্রাউজারের দাপটে ক্রমেই জনপ্রিয়তা কমতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরারের। আর বর্তমানে এসে অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, ইন্টারনেট এক্সপ্লোরারের একমাত্র ব্যবহার হয়ে দাঁড়িয়েছে ক্রোম বা ফায়ারফক্স ডাউনলোড করা! ২০১৫ সালে ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসাবে এজ ব্রাউজার আনে মাইক্রোসফট। সেই এজ ব্রাউজারেরও যদিও একই অবস্থা। AI-এর দৌলতে সেটি বদলায় কিনা এখন সেটাই দেখার। ছবি: এপি (Reuters)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে