গতবছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিখ্যাত বলিউড অভিনেতা সালমান খান। আর এর নেপথ্যে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এই কারণে ভাইজানের রাতের ঘুম ছুটেছে। বর্তমানে কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করেন। গতবছর এপ্রিল মাসে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য গুলি করে মরার চেষ্টা করে। এই কারণে ভাইজান তার বাংলোর বারান্দাটিকেও বুলেট প্রুফ কাচ দিয়ে মুড়ে ফেলেছেন। এমনকি গ্যালাক্সির বাইরে থাকে কড়া নিরাপত্তা।
তবে, এমন নিরাপত্তা সত্ত্বেও পরপর দু দিন সলমনের বাংলোতে ঢুকে পড়েন দুই অনাহূত। সেই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বর্তমানে, বিনা অনুমতিতে সালমান খানের বাড়িতে ঢোকার অভিযোগে পুলিশের কাছে ধরা পড়েছে ইশা ছাবরিয়া নামক এক মডেল। তার দাবি, তিনি বহিরাগত নন। তিনি সালমান খানের আমন্ত্রণে সাড়া দিয়েই তার বাড়িতে এসেছিলেন। বিনা কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইশার এই দাবির আদৌ সত্যি কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গেছে ওই মহিলা খর এলাকার বাসিন্দা। বিগত ৬ মাস আগে একটি পার্টিতে বলিউডের ভাইজানের সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎ হয়। এরপর ভাইজান নাকি তাকে আমন্ত্রণ করেন।
মূলত সেই কারণেই তিনি সালমানের মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দরজা ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করেন। তখন সালমানের পরিবারের এক সদস্যের সঙ্গে তার দেখা হয়। যদিও সালমানের পরিবারের কেউ এই আমন্ত্রণের কথা স্বীকার করেননি। এমনকি, সালমানের তরফ থেকেও কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবার সালমানের বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে ওপর একজনকেও গ্রেপ্তার করা হয়েছে, যার নাম জিতেন্দ্র কুমার সিং, যিনি চলতি বছরের ২০শে মে, সালমানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন। জেনে গেছে ওই ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা।