সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
Homeকলকাতানৈহাটি নবপ্রজন্মের উদ্যোগে জেলা ব্যাপী বসে আঁকো, আবৃত্তি ও ক্যুইজ প্রতিযোগিতা

নৈহাটি নবপ্রজন্মের উদ্যোগে জেলা ব্যাপী বসে আঁকো, আবৃত্তি ও ক্যুইজ প্রতিযোগিতা

গত ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে নৈহাটি নবজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হল এক জেলাব্যাপী বসে আঁকো, আবৃত্তি ও ক্যুইজ প্রতিযোগিতা। রবিবার সকাল ৯টায় নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকল বিভাগে ৩০০-রও বেশি প্রতিযোগী অংশ নেন। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ক বিভাগ- যেমন যেমন খুশি আঁকো, খ বিভাগ-নির্মল পরিবেশ, খ বিভাগ-বাংলার উৎসব এবং গ বিভাগ-বাংলার মনীষী। ক্যুইজ প্রতিযোগিতায় শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল প্রথম এবং নৈহাটির গরিফা উচ্চ বালিকা বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে। সংস্থার পক্ষ থেকে স্বর্গীয় প্রশান্ত চক্রবর্তী, স্বর্গীয় মনিলাল বোস, স্বর্গীয়া সান্ত্বনা চক্রবর্তী ও স্বর্গীয়া রেনুকা বোস এবং সকল প্রতিযোগিদের হাতে মানপত্র তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবিসি ইভিনিং কলেজের অধ্যক্ষ ড. দেবাশীষ ভৌমিক, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অধ্যাপক ড. সঞ্জয় জয়সওয়াল, নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরে সিআইসি কানাইলাল আচার্য, ব্যারাকপুর-১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা দে, মামুদপুর পঞ্চায়েতের উপপ্রধান শিক্ষক অশোক হালদার, সমাজসেবী শম্ভুনাথ বিশ্বাস, চিকিৎসক চিত্তরঞ্জন ঘোষ, অধ্যাপক বিপ্লব সাহা ও উজ্জ্বল গাঙ্গুলী, শিক্ষক সুজয় দাস সহ সমাজের বিশিষ্টজনেরা। এদিন জেলা তথা রাজ্যের থেকে আশা সমস্ত প্রতিযোগির উৎসাহ ছিল চোখে পড়ার মত। নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার শুভম দাস জানান, উক্ত প্রতিযোগিতায় ফর্মের যে দাম নেওয়া হয়েছে তা দক্ষিণ ২৪ পরগণায় জেলার একটি গ্রামে আর্থিক অসচ্ছল মেধাবী পড়ুয়াদের কাছে শিক্ষা সামগ্রী কিনে পৌঁছে দেওয়া হবে। উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments