গত রবিবার আইপিএল ২০২৫ এর প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। আর আজ অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের নিলাম। মোট ৮৪ জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছিল প্রথম দিনের নিলামে, যার মধ্যে ৭২ জন ক্রিকেটার দল পান এবং বাকি ১২ জন এখনো অবিক্রিত থেকে গেছেন। দ্বিতীয় দিনিও নিলামে উঠবেন অনেক ক্রিকেটার। আর এদিন অর্থাৎ সোমবার বিকেল ৩.৩০ থেকে শুরু হবে নিলাম। জানিয়ে রাখি, প্রতিটি দলে সর্বনিম্ন ১৮ জন ও সর্বাধিক ২৫ জন ক্রিকেটার রাখতে হবে। তাই এক্ষেত্রে প্রতিটি দলকেই আরো ক্রিকেটার কিনতে হবে। এখন প্রশ্ন হলো ২৫ জনের দল পূর্ণ করার জন্য দ্বিতীয় দিন কোন দলকে কত জন ক্রিকেটার কিনতে হবে? কত টাকা বাকি রয়েছে দলগুলির কাছে? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতা নাইট রাইডার্স
গত রবিবারের নিলামে কেকেআর কিনেছে ৭ জন ক্রিকেটারকে। এই মুহূর্তেতাদের দলের রয়েছেন মোট ১৩ জন ক্রিকেটার। ২৫ জনের দল পূর্ণ করার জন্য কেকেআরকে আরো ১২ জনকে কিনতে হবে। এই মুহূর্তে কেকেআরের হাতে রয়েছে ১০ কোটি ৫ লক্ষ টাকা।
চেন্নাই সুপার কিংস
প্রথম দিনের নিলামে চেন্নাই সুপার কিংস কিনেছে ৭ জন ক্রিকেটারকে। এই মুহূর্তে তাদের দলের রয়েছেন মোট ১২ জন ক্রিকেটার। ২৫ জনের দল পূর্ণ করার জন্য চেন্নাই সুপার কিংসকে আরো ১৩ জনকে কিনতে হবে। এখন চেন্নাইয়ের পকেটে রয়েছে ১৫ কোটি ৬০ লক্ষ টাকা।
মুম্বই ইন্ডিয়ান্স
গত রবিবারের নিলামে ইন্ডিয়ান্স কিনেছে ৪ জন ক্রিকেটারকে। তাদের দলে এখন মোট ক্রিকেটারের সংখ্যা ৯ জন। দ্বিতীয় দিন তাদের আরো ১৬ জনকে কিনতে হবে। এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স এর হাতে রয়েছে ২৬ কোটি ১০ লক্ষ টাকা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
প্রথম দিনের নিলামে বেঙ্গালুরু কিনেছে ৬ জন ক্রিকেটারকে। এখন তাদের দলে ক্রিকেটারের সংখ্যা ৯ জন। দ্বিতীয় দিনের নিলামে তাদের আরো ১৬ জন ক্রিকেটারকে কিনতে হবে। এই মুহূর্তে বেঙ্গালুরুর পকেটে রয়েছে ৩০ কোটি ৬৫ লক্ষ টাকা।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস প্রথম দিনের নিলামে কিনেছে ৯ জন ক্রিকেটারকে। এখন তাদের মোট ক্রিকেটারের সংখ্যা ১৩ জন। নিলামের দ্বিতীয় দিন তাদের আরো ১২ জনকে কিনতে হবে। তাদের হাতে রয়েছে এখন ১৩ কোটি ৮০ লক্ষ টাকা।
লখনউ সুপার জায়ান্টস
লখনউ সুপার জায়ান্টস গত রবিবার ৭ জন ক্রিকেটার কিনেছে। এখন মোট ১২ জন ক্রিকেটার রয়েছে তাদের দলে। সোমবার আরো ১৩ জন ক্রিকেটারকে কিনতে হবে। এই মুহূর্তে ১৪ কোটি ৮৫ লক্ষ টাকা রয়েছে তাদের ঝুলিতে।
গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্স প্রথম দিনের নিলামে ৯ জন ক্রিকেটারকে কিনেছে। তাদের দলে রয়েছে এখন মোট ১৪ জন ক্রিকেটার। আজ তাদের আরো ১১ জনকে কিনতে হবে। তাদের হাতে রয়েছে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা।
রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালস প্রথম দিনের নিলামে ৫ জন ক্রিকেটারকে কিনেছে। তাদের দলে এখন মোট ১১ জন ক্রিকেটার রয়েছে। এখন তাদের আরো ১৪ জন ক্রিকেটারকে কিনতে হবে। তাদের হাতে রয়েছে ১৭ কোটি ৩৫ লক্ষ টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ
রবিবার নিলামের প্রথম দিন সানরাইজার্স হায়দরাবাদ মোট ৮ জন ক্রিকেটারকে কিনেছে। এখন তাদের দলে মোট ক্রিকেটারের সংখ্যা ১৩ জন। দল পূর্ণ করতে তাদের আরো ১২ জনকে কিনতে হবে। তাদের ঝোলায় রয়েছে এখন ৫ কোটি ১৫ লক্ষ টাকা।
পাঞ্জাব কিংস
পাঞ্জাব কিংস গত রবিবারের নিলামে ১০ জন ক্রিকেটারকে কিনেছে। এখন তাদের মোট ক্রিকেটারের সংখ্যা ১২ জন। আজকের নিলামে তাদের আরো ১৩ জন ক্রিকেটারকে কিনতে হবে। এখন তাদের হাতে রয়েছে ২২ কোটি ৫০ লক্ষ টাকা।