বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeবিনোদনরহমানের সঙ্গে নাম জুড়েছে বেসিস্ট মোহিনীর, মুখ খুললেন রহমান পুত্র ও কন্যা

রহমানের সঙ্গে নাম জুড়েছে বেসিস্ট মোহিনীর, মুখ খুললেন রহমান পুত্র ও কন্যা

আজকাল ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে রয়েছেন জনপ্রিয় সুরকার এ আর রহমান। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবন রহমান ও তার স্ত্রী সায়রাবানুর। সেই সম্পর্কের অবসান ঘটেছে সম্প্রতি। গত বুধবার রাতে এই খবর প্রকাশ্যে আনেন রহমানের স্ত্রী সায়রার আইনজীবী, আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই রহমানও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই খবর। এরপরের দিন আবার এআর রহমানের গানের দলের বেসিস্ট মোহিনী দে তার বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেন,আর তারপরই নেটপাড়া জুড়ে শুরু হয় জোর চর্চা।

আসলে পরপর বিচ্ছেদের খবর শুনে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করেন এবং এরই সঙ্গে প্রশ্ন ওঠে যে, বাঙালি বেসিস্ট মোহিনীর জন্যই কি তবে রহমান ও সায়রার দাম্পত্যে ফাটল ধরেছে? এই বিষয়ে রহমান, সায়রা কিছু মন্তব্য না করলেও অবশেষে বিরক্তির বাঁধ ভাঙ্গে রহমান পরিবারের। শেষপর্যন্ত এই বিষয়ে মুখ খোলেন রহমানের পুত্র আমিন। তিনি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে স্পষ্টত জানিয়েছেন যে, মানুষ বৃথাই দুইটি বিচ্ছেদের মধ্যে যোগসূত্র গাঁথতে চাইছেন। এমন কঠিন সময়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেন রহমান পুত্র।

এর পাশপাশি রহমানের মেয়ে রহিমাও নাম না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’’ রোমান পুত্র বলেছেন যে, “আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তাঁর মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে। কারো জীবন নিয়ে কথা বলার সময় সত্যতার কথা যেন আমরা মাথায় রাখি। দয়া করে এই ধরনের গুজবে কান দেবেন না এবং ভুল তথ্য ছড়াবেন না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments