বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeদেশএবার ধোঁয়াশায় ঢাকল রাজধানী, আট দফা বিধিনিষেধ জারি দূষণ রোধে

এবার ধোঁয়াশায় ঢাকল রাজধানী, আট দফা বিধিনিষেধ জারি দূষণ রোধে

দিল্লিতে শীতের সূচনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চলেছে দূষণ। দিল্লির বাসিন্দারা বিগত এক সপ্তাহ ধরে ভয়াবহ বায়ুদূষণের শিকার। দেশের রাজধানী শহর ঢাকা থাকছে ঘন ধোঁয়াশায়। এই কারণে ট্রেন এবং বিমান চলছে দেরিতে। বিমান সংস্থাগুলি যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দিচ্ছে। গত রবিবার সন্ধ্যায় বায়ুর গুণগত মান ছিল ৪৫৫ এবং আজ অর্থাৎ সোমবার সকাল ৯টায় সেখানে বায়ুর গুণগত মান রয়েছে ৪৮৫।

এমনকি সোমবার সকালে দেশের বাণিজ্যনগরী মুম্বইতে দেখা গেছে ধোঁয়াশা। সেখানে বায়ুর গুণগত মান রয়েছে ১৭৯। পরিসংখ্যান অনুযায়ী, সোমবার হলো এই মরসুমের দূষিততম দিন। দিল্লি প্রশাসন বর্তমানে দিল্লির ক্রমাগত বেড়ে চলা দূষণ রোধে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’। কার্যকর করা হয়েছে আট দফা বিধিনিষেধ। জারি করা বিধি নিষেধ অনুযায়ী, দিল্লিতে এখন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী ট্রাক ছাড়া অন্য ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না।

এর পাশাপাশি, আধুনিকতম ইঞ্জিনবিশিষ্ট গাড়ি ছাড়়া অন্য ছোট গাড়ি প্রবেশের ক্ষেত্রেও জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা। বর্তমানে পরিকাঠোমা নির্মাণের কাজ স্থগিত করার পাশাপাশি স্কুলগুলিতে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি বাদে অন্য সব শ্রেণির পঠনপাঠন অনলাইনে করানোর নির্দেশ জারি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments