বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeখেলাক্রিকেটপাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ করলেন গ্যারি কার্স্টেন, দিলেন কোচের পদ থেকে...

পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ করলেন গ্যারি কার্স্টেন, দিলেন কোচের পদ থেকে ইস্তফা

দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে পাকিস্তান ক্রিকেট সংঘাত। এবার মাত্র ছয় মাসেই দলের সঙ্গে সম্পর্ক শেষ করলেন গ্যারি কার্স্টেন। তিনি ছাড়লেন পাকিস্তানের সাদা বলের কোচের পদ। পাকিস্তানের কিছু দিনের মধ্যেই অস্ট্রেলিয়া ও জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় রয়েছে, আর তার আগেই দায়িত্ব ছাড়লেন কার্স্টেন। আসলে কার্স্টেন চলতি বছর মে মাসে পাকিস্তানের সাদা বলের কোচ হয়েছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন, যা মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড ভালো ভাবে নেয়নি।

আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যকলাপে মোটেও খুশি ছিলেন না কার্স্টেন। এইসব কারণে দুই পক্ষের মধ্যে সমস্যা চলছিল। বোর্ডের সঙ্গে তার সংঘাত হয়। এরপর তিনি ডেভিড রেডকে পাকিস্তানের হাই পারফরম্যান্স কোচ করার প্রস্তাব দিয়েছিলেন বোর্ডকে, কিন্তু বোর্ড সেই প্রস্তাবে রাজি হয়নি। জানিয়ে রাখি যে, শুধু বোর্ড নয়, পাকিস্তানের লাল বলের কোচ জেসন গিলেসপির সঙ্গেও কার্স্টেনের মতের অমিল ছিল। পাকিস্তান সম্প্রতি ইংল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে হারিয়েছে, আর এই সাফল্যের পর গিলেসপির মতামতকে বোর্ড অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছে।

বোর্ডের এহেন মনোভাব মানতে নারাজ ছিলেন। কার্স্টেন। শেষপর্যন্ত তিনি পাকিস্তানের সাদা বলের কোচের পদ ছাড়েন। কিছুদিন আগে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন এবং বোর্ড, কার্স্টেনের পদত্যাগপত্র গ্রহণ করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, গিলেসপিকে লাল বলের পাশাপাশি সাদা বলেরও কোচ করা হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের দায়িত্ব সামলাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments