সোমবার, নভেম্বর ১১, ২০২৪
Homeবিনোদনসুখবর, জীতু-শুভশ্রী জুটিকে নিয়ে পরিচালনায় ফিরছেন ইন্দ্রদীপ, শুটিং শুরু কবে

সুখবর, জীতু-শুভশ্রী জুটিকে নিয়ে পরিচালনায় ফিরছেন ইন্দ্রদীপ, শুটিং শুরু কবে

ইন্দ্রদীপ দাশগুপ্ত একজন সুরকার হিসেবে একচেটিয়া কাজ করে চললেও বিগত কয়েক বছর ধরে একজন পরিচালক হিসেবেও টলিপাড়ায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি। আবারো তিনি তার নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন, যেখানে মুখ্য চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জীতু কমল অভিনয় করবেন বলে সূত্রের খবর। পরিচালক ইন্দ্রদীপ তার ক্যারিয়ারের একেবারে শুরু থেকেই ভিন্ন স্বাদের সিনেমা পরিচালনা করেন। তাঁর পরিচালিত প্রথম সিনেমার নাম হলো ‘কেদারা’, যা একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, যার অভিনয় আজও দর্শকের মনে জ্বলজ্বল করে। এমনকি ইন্দ্রদীপের পরিচালনায় নির্মিত ‘উত্তরণ’ সিনেমাতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অঙ্কুশ হাজরার দ্বৈরথ ছিল বেশ নজরকাড়া। এগুলি ছাড়াও ইন্দ্রদীপের পরিচালিত ‘বিসমিল্লা’, ‘আগন্তুক’ প্রভৃতি সিনেমা দর্শকের মনে জায়গা করে নেয়। ইন্দ্রদীপের বেশির ভাগ সিনেমাতেই কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে। সম্প্রতি জানা গেছে যে, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবার নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে জীতু কমল এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

অভিনেত্রী শুভশ্রী যেমন দর্শকদের ভিন্ন স্বাদের অভিনয় উপহার দিয়েছেন, ঠিক তেমনই জীতুও তার ব্যতিক্রম নন। আর পর্দায় এই দুই শক্তিশালী তারকা কী চমক হাজির করতে চলেছেন, এখন সেই নিয়ে দর্শক মহলে শুরু হয়েছে নানান কৌতূহল। এই সিনেমাতে এই দুই তারকা ছাড়াও দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায় প্রমুখ তারকারা। এই সিনেমাতেও ইন্দ্রদীপ একটা চমক হাজির করতে চলেছেন। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে শোনা যাচ্ছে যে, পরিচালক আপাতত নিজেই প্রযোজনার দায়িত্ব নিয়েছেন।

এমনকি, এই সিনেমার বিষয়বস্তু সম্পর্কেও এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো বিষয়টাই পরিচালক ইন্দ্রদীপ এই মুহূর্তে আড়ালে রাখতে চাইছেন বলেই সূত্রের দাবি। তাসত্ত্বেও বর্তমানে এই সিনেমা নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে যে, কলকাতায় চলতি বছরের নভেম্বরের শুরুতেই এই সিনেমার শুটিং শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments