বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeভাইরালর‍্যাম্পে হাঁটাকালীন ‘তুনে মারি এন্ট্রি ইয়ার’ গান বাজতেই দেদার নাচে মাতোয়ারা চিকিৎসক

র‍্যাম্পে হাঁটাকালীন ‘তুনে মারি এন্ট্রি ইয়ার’ গান বাজতেই দেদার নাচে মাতোয়ারা চিকিৎসক

বর্তমানে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের লুঙ্গি, জামা ও ক্রিমরঙা একটি শাল গায়ে জড়িয়ে র্যাম্পে হাঁটছেন এক অধ্যাপক-চিকিৎসক। যখন তিনি র্যাম্পে হাঁটতে শুরু করেন, ঠিক সেই মুহূর্তে বলিউড গান ‘তুনে মারি এন্ট্রি ইয়ার’ বেজে উঠতেই তিনি হাঁটা ছেড়ে নাচতে শুরু করে দেন। শুধু নাচলেনই না, নেচে রীতিমতো আগুন ঝ়রালেন ওই চিকিৎসক। মুহূর্তেই দর্শকদের মধ্যে হইচই পড়ে যায়। পড়ুয়ারা হাততালি দিয়ে অধ্যাপককে অভিনন্দন জানান।

ঘটনাটি লখনউয়ের রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স কলেজের। পড়ুয়ারা ওই কলেজের বার্ষিক অনুষ্ঠানে অধ্যাপক-চিকিৎসকদের জন্য র‍্যাম্পে হাঁটার বন্দোবস্ত করেছিলেন। সেই অনুষ্ঠানেই কলেজের অধ্যাপক ঝড় তোলেন। র‍্যাম্পে হাঁটার এবং নাচার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই কলেজের এক ডাক্তারি পড়ুয়া অঙ্কিত পাণ্ডে তার ইনস্টাগ্রামে ওই ভিডিওটি পোস্ট করেছেন।

বহু মানুষ ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি দেখেছেন। নেটাগরিকেরা ওই অধ্যাপকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক ইনস্টা ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমরাও এ রকম দুর্দান্ত অধ্যাপক চাই।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই অধ্যাপকের কাছ থেকে বাকিদেরও শেখা উচিত। কী প্রাণবন্ত মানুষ।’’ প্রায় ২০ লক্ষেরও বেশি সময় ওই ভিডিয়োটি দেখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments