ভারতীয় শিবির গত বারো মাসে আইসিসির তিনটি প্রতিযোগিতার ফাইনালে খেললেও শেষ পর্যন্ত ট্রফি রয়ে গেছে অধরা। ভারতীয় দলের কোচ হিসেবে এটাই রাহুল দ্রাবিড়ের শেষ বিশ্বকাপ। এবার বিদায়বেলায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মনে হচ্ছে যে, শনিবার বার্বেজোজে ভারতীয় দলের সেই কাপ-ভাগ্য সহায় হবে। আসল শনিবার বার্বেজোজে ফাইনাল ম্যাচ হবে, যেখানে প্রতিপক্ষ দল হলো দক্ষিণ আফ্রিকা। এই প্রথম বার আইসিসি পরিচালিত বিশ্বকাপের মঞ্চে নেলসন ম্যান্ডেলার দেশ খেলতে নামছে। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এডেন মার্করাম বলেছেন, ‘‘নিঃসন্দেহে ভারত শক্তিশালী, দারুণ ভারসাম্য রয়েছে, তবে আমরাও প্রথম বার বিশ্বকাপ জিততে মরিয়া। নিজেদের সেরাটা উজাড় করে দেব।’’
এদিকে শুক্রবার সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ‘‘একটা বিষয় খুবই ইতিবাচক যে, ধারাবাহিক ভাবে এই দলটা দারুণ ক্রিকেট খেলছে। আইসিসি পরিচালিত তিন ধরনের ক্রিকেটের ফাইনালেই খেলেছে ভারত। এই কৃতিত্ব ক্রিকেটারদের প্রাপ্য। আমরা যদি সেরা ক্রিকেট শনিবারও খেলতে পারি, তা হলে জয় নিশ্চিত।’’ এই ড্রাণীরের শেষ ম্যাচ হওয়ায় সমাজমাধ্যমে অনেকেই ‘ডু ইট ফর দ্রাবিড়’ বলে শুরু করেছে প্রচার, কিন্তু এহেন প্রচারে মোটেও খুশি নন দ্রাবিড়। তিনি বলেছেন, ‘‘ক্রিকেটার হিসেবে আমি বরাবর ভাল ক্রিকেট খেলাকে গুরুত্ব দিয়েছি। এখনও সেই দর্শনে বিশ্বাসী। এমন প্রচারের প্রয়োজন নেই।’’
তবে সবকিছুর মাঝে প্রশ্ন উঠছে যে, ফাইনালে খেলার এই ভয়ঙ্কর চাপ কি এবার রোহিত শর্মারা সামলাতে পারবেন কিনা এবং কোনোরকম বিশ্রাম ছাড়াই ফাইনালে খেলতে নামার ক্লান্তি ভর করবে না তো ভারতীয় শিবিরে? এই বিষয়ে ভারতীয় কোচের বক্তব্য হলো, ‘‘সে ভাবে দেখতে গেলে সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একটা দিন বিশ্রামের সুযোগ পেয়েছে ক্রিকেটারেরা, কিন্তু আমি নিশ্চিত, ফাইনালের জন্য ওরা শরীর এবং মনের দিক থেকে তৈরি হয়ে রয়েছে সেরা ক্রিকেট উপহার দিতে।’’ দ্রাবিড় আরো বলেন যে, “এমনিতে এই কাজটা বেশ কঠিন। প্রত্যেককে সুস্থ রাখার উপরে বিশেষ নজর রাখতে হয়। কোনও সমস্যা তৈরি হলে তা সমাধানের দ্রুত উপায় খুঁজে নিতে হয়। কিন্তু এটা বলতেই পারি, ক্রিকেটারেরা মনের দিক থেকে তরতাজাই রয়েছে। ফাইনালে সেরা খেলা উপহার দিতে তৈরি। গত নভেম্বরে আমদাবাদের ফাইনালেও দল দারুণ তৈরি ছিল। প্রত্যের বিভাগে লড়াই করেছে, তবে ওই দিনে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভাল ক্রিকেট খেলেছিল। এমনটা হতেই পারে। তবে আশা করি, কাপ-ভাগ্য আমাদের সহায়তা করবে।’’