শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Homeকলকাতাঘূর্ণিঝড় রেমালের প্রকোপ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে চালু হল পরিষেবা, জানুন বিস্তারিত

ঘূর্ণিঝড় রেমালের প্রকোপ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে চালু হল পরিষেবা, জানুন বিস্তারিত

ঘূর্ণিঝড় রেমালের প্রকোপে গত রবিবার দুপুর ১২টা থেকে বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরে পরিষেবা। রবিবার দুপুর ১২টা ১৬ মিনিট নাগাদ এখান থেকে শেষ বিমান ছাড়ে। তারপর থেকে টানা ২১ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে সোমবার সকালে চালু হল বিমান পরিষেবা। সকাল ৮টা ৫৯ মিনিট নাগাদ ছাড়ে প্রথম উড়ান। ইন্ডিগোর বিমান ছাড়ে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতায় প্রথম বিমানটি আসে গুয়াহাটি থেকে।

কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, বিমান পরিষেবা চালু হলেও পুরোপুরিভাবে তা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। ঘূর্ণিঝড় রেমাল, রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী অংশে বাংলাদেশের মোংলার কাছ থেকে ঝড় স্থলভাগে প্রবেশ করেছে এবং প্রায় চার ঘণ্টা ধরে চলেছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। কলকাতা শহরের বহু অংশে গাছ পড়েছে।

ঘূর্ণিঝড় তার শক্তি ক্রমশ হারালেও এখনো কাটেনি দুর্যোগ। সোমবার সকাল থেকেই কলকাতায় কোথাও মুষলধারে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া খুব একটা ভাল নয়। যদিও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন যে, রেমালের কারণে পরিষেবা ২১ ঘণ্টা বন্ধ থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে, সোমবার মুর্শিদাবাদ এবং নদিয়ায় লাল সতর্কতা জারি রয়েছে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানা গেছে। এখানে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে ঝড়ের গতি। দমকা হাওয়ার বেগ কখনো পৌঁছতে পারে ৮০ কিলোমিটারে। এই দুই জেলায় সোমবার ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments