শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeকলকাতাবাড়ছে ভোগান্তি যাত্রীদের, ট্রেন লাইনচ্যুত হলো লিলুয়ায়, বাতিল হলো তিন জোড়া লোকাল

বাড়ছে ভোগান্তি যাত্রীদের, ট্রেন লাইনচ্যুত হলো লিলুয়ায়, বাতিল হলো তিন জোড়া লোকাল

এবার ঘটে গেলো অঘটন। আজ মঙ্গলবার সকালে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এই ঘটনার জেরে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ওই শাখার ডাউন লাইনের ট্রেন চলাচল সকাল থেকে অনেকক্ষণ যাবৎ বন্ধ ছিল। পূর্ব রেলের তরফে জানানো হয় যে, আপ-ডাউন মিলিয়ে মোট তিন জোড়া হাওড়া-ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে। এর ফলে নিত্যযাত্রীদের জন্য দুর্ভোগ বাড়ছে।

মঙ্গলবার সকাল ৭টা বেজে ৫ মিনিট নাগাদ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল লাইনচ্যুত হয়। জানা যায় যে, ট্রেনটি শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটি লিলুয়া স্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই লাইনচ্যুত হয়, যার ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আর এর জেরে বিভিন্ন স্টেশনে পর পর ব্যান্ডেল, বর্ধমান লোকাল দাঁড়িয়ে পড়ে। রেলের তরফে জানানো হয়েছিল, ঘটনাস্থলে একটি ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ গেছে।

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে যথারীতি। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার কাজ চালানো হয়। কী কারণে লোকাল ট্রেনটি লাইনচ্যুত হল, সবিস্তারে তার তদন্ত করে দেখা হবে।’’ পূর্ব রেল সূত্রে খবর, তিনটি আপ হাওড়া-ব্যান্ডেল লোকাল যথাক্রমে ৩৭২২১, ৩৭২২৩ এবং ৩৭২২৫ বাতিল করা হয়েছে। এছাড়াও, ৩৭২৩৬, ৩৭২৩৮ এবং ৩৭২৪০ ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালও বাতিল করা হয়েছে।

এরপর সকাল ৮টা বেজে ৫৫ মিনিট নাগাদ ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। খুবই ধীর গতিতে ট্রেন চলছে। হাওড়া-বর্ধমান আপ কর্ড লাইন দিয়ে হাওড়া থেকে ছাড়া ট্রেনগুলিকে বেলুড় স্টেশন পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। এরপর ট্রেনগুলিকে হাওড়া-বর্ধমান আপ লাইনে তোলা হচ্ছে। আর এই সবকিছুর কারণে নিত্যযাত্রীদের বাড়ছে ভোগান্তি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments