শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Homeকলকাতাগো ব্যাক স্লোগান দেওয়া হল দিলীপকে, দুর্গাপুর নিল রণমূর্তি

গো ব্যাক স্লোগান দেওয়া হল দিলীপকে, দুর্গাপুর নিল রণমূর্তি

দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান তুললো তৃণমূল কর্মী সমর্থকরা, এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সোমবার সকালে দুর্গাপুরের ফুলঝড় মোড়ে চায়ে পে চর্চা, যোগ দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এম এম সি টাউনসিপ এলাকায় প্রাতঃভ্রমণ সেরে তিনি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন কিন্তু তখনই তাকে দেখে গো ব্যাক স্লোগান তোলা হয়। শুধু তাই নয়, শোনা যায় জয় বাংলা স্লোগানও।

এই ঘটনার পরেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে দিলীপ ঘোষকে সেই স্থান থেকে সরিয়ে নিয়ে যান। দুই দলের সমস্যা মেটাতে রীতিমতো হিমশিম খেতে হয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশকে। পরে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।

দিলীপ ঘোষকে দেখে যারা স্লোগান দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী, তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দিলীপবাবুর কাছে নালিশ জানাতে এসেছিলেন। কিন্তু তিনি নাকি তাদের সঙ্গে কথা বলতেই চাননি। এরপরেই এই স্লোগান দিতে বাধ্য হন তারা।

 

এই প্রসঙ্গে দিলীপবাবু মন্তব্য করেছেন, তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাই কিছু মহিলা এসেছিলেন ঝামেলা করতে। আর কিছু করতে পারবেন না। প্রয়োজনে অপরাধীদের ধরে এনে শাস্তি দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments