গতকাল গার্ডেনরিচের যে দুর্ঘটনার খবর সামনে উঠে এসেছে সেই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৬। সকাল থেকে আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে আরো চারজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপে এখনো বেশ কয়েকজন আটকে আছে বলেই জানা গেছে। দমকল সূত্রে জানানো হয়েছে, উদ্ধার কাজ শেষ হতে বিকেল হয়ে যেতে পারে।
এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গার্ডেনরিচের ঘটনায় মোট আহত এর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। বতি রয়েছেন তিনজন শিশুও। এই ঘটনায় অভিযুক্ত প্রোমোটার মোঃ ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে ব্যান্ডেজ নিয়েই সকাল থেকে তিনি রয়েছেন ঘটনাস্থলে। এলাকা ঘুরে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি।
প্রসঙ্গত, রবিবার রাত বারোটা নাগাদ গার্ডেনরিচের ১২৪ নম্বর ওয়ার্ডের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে পাশে ঝুপড়ির ওপর। ঘটনায় বেশ কয়েকটি টালির চালের বাড়ি একেবারে ঘুরে যায়। ঘটনার সাথে রাতেই পৌঁছে যান কলকাতার মেয়র তথা রাজ্যের পুর এবং নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। পৌঁছন এলাকার বিধায়ক এবং দমকল মন্ত্রী সুজিত বসু। এই ঘটনায় বিরোধীরা ওই প্রোমোটারের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।।