শুক্রবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অমিতাভ বচ্চনকে। মুম্বাইয়ের এই বেসরকারি হাসপাতাল থেকে পায়ে অ্যানজিওপ্লাস্টি করে ইতিমধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন তিনি।
অ্যাঞ্জিও কথাটির অর্থ হলো রক্ত প্রবাহ, প্লাস্টি কথাটির অর্থ হলো খুলে দেওয়া। অ্যাঞ্জিওপ্লাস্টি হলো করোনারি হার্ট ডিজিজের একটি বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি। ধমনীর ভেতর দিকে প্লাক অর্থাৎ অতিরিক্ত কোলেস্টেরলের ফলে যে বাধা বন্ধকতা তৈরি হয়, তার ফলে বাম ধমনীতে রক্ত জমাট বাঁধতে শুরু করে। আর সেই কারণেই অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
চিকিৎসার পর সাধারণত সুস্থ হতে তিন থেকে ছয় সপ্তাহ লেগে যায়। যদিও পুরোটাই রোগীর বয়স এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে। তবে অস্ত্র প্রচারের পর সাধারণত রোগীকে তিন মাস বিশ্রাম নিতে বলা হয়। যেহেতু অমিতাভ বচ্চন এর বয়স ৮১ বছর তাই তার সুস্থ হতে আরো বেশ কিছু সময় লাগবে বলেই মনে করছেন চিকিৎসকরা। আপাতত অমিতাভকে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।