শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Homeবিনোদনতৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়, পাত্রী কে?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়, পাত্রী কে?

টলিউডের এক জনপ্রিয় গায়ক হলেন অনুপম রায়। তবে গত বছরের শেষ দিকে অনুপম রায়ের নাম বারবার খবরের শিরোনামে উঠে এসেছে একেবারে অন্য একটি কারণে। এবার আরো একবার গায়কের নাম উঠে এলো খবরের শিরোনামে। তৃতীয়বার বিয়ে করতে চলেছেন অনুপম। কিন্তু পাত্রীটি কে? জানেন?

অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী ২০২১ সালে অনুপম কে ডিভোর্স দিয়ে গত বছরের নভেম্বর মাসে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। পরমব্রত এবং পিয়ার বিয়ের খবর শুনে উত্তাল হয়ে যায় নেট দুনিয়া। একদিকে যেমন অনুপমকে সমবেদনা জানানো হয় তেমন অন্যদিকে কাঠগড়ায় দাঁড় করানো হয় নবদম্পতিকে।

প্রাক্তন স্ত্রী পিয়ার দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার তিন মাসের মধ্যেই অনুপম তৃতীয়বার বিয়ের ঘোষণা করে দিলেন সোশ্যাল মিডিয়ায়। অনুপম যাকে বিয়ে করতে চলেছেন তিনি হলেন প্রস্মিতা পাল। প্রস্মিতা টলিপাড়ার একজন জনপ্রিয় সংগীত শিল্পী। বোঝে না সে বোঝেনা সিনেমায় গান গাওয়ার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এবার এই প্রস্মিতার সঙ্গেই তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনুপম।

আগামী দোসরা মার্চ দুই পরিবার এবং বন্ধু-বান্ধবের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারবেন অনুপম এবং প্রস্মিতা। জাঁকজমক করে বিয়ের এখনো কোনও পরিকল্পনা নেননি হবু নব দম্পতি। বিয়ের পরে কোথায় হানিমুনে যাবেন, তা নিয়েও কোনও চিন্তাভাবনা করেননি তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments