বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeদেশমানুষের মতো বাঘও গরু খায়, তাহলে বাঘেরও সাজা হওয়া উচিত, কেন এমন...

মানুষের মতো বাঘও গরু খায়, তাহলে বাঘেরও সাজা হওয়া উচিত, কেন এমন দাবি করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী?

মঙ্গলবার গোয়া বিধানসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এন সি পি বিধায়ক চার্চিল অ্যালেমাও বলেন, গরুর মাংস খাওয়ার জন্য যদি মানুষের সাজা হয় তাহলে বাঘের কেন হবে না? কিন্তু কেন হঠাৎ এই কথা বললেন তিনি? নেপথ্যে রয়েছে কি কারণ?

সম্প্রতি গোয়ার মহাদয়ী অভয়ারণ্যে এক বাঘিনী এবং তার তিন শাবককে খুন করেছিল স্থানীয় ৫ জন ব্যক্তি। বিজেপি শাসিত গোয়ায় এইভাবে জাতীয় পশুর প্রাণ সংশয়ের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা দিগম্বর কামথ।

বিধানসভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় হঠাৎ করেই চার্চিল বলে ওঠেন, মানুষ গরু খেলে তার শাস্তি হয়। বাঘ যদি গরু খায় তাহলে তার শাস্তি কি? বন্যপ্রাণ সংরক্ষণের দিক থেকে যদি বাঘ গুরুত্বপূর্ণ হয় তাহলে গরুও কিন্তু গুরুত্বপূর্ণ। দেশের বেশ কয়েকটি রাজ্যেই গো হত্যা এবং গোমাংস শাস্তিযোগ্য অপরাধ তাই বাঘেরও শাস্তি হওয়া উচিত। মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি উপেক্ষা করা যায় না বলেই দাবী করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments