বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিখ্যাত মডেল তথা অভিনেত্রী পুনম পান্ডে। তাঁর মৃত্যুর খবর পেয়ে সকলেই স্তম্ভিত। মাত্র ৩২ বছরের শেষ করলেন জীবনে গল্প। জরায়ুতে ক্যানাসারেই শেষমেশ কাড়ল তাঁর প্রাণ। এমনটাই দাবি করেছেন অভিনেত্রীর সহকারীরা। পুনম ১০ বছরের কর্মজীবনে অসংখ্য বার বিতর্কে জড়িয়েছেন। তিনি বারংবার বলেছেন ‘‘প্রচারের আলো চাই না।’’ তবে তিনি তাঁর জীবনে এমন এমন কাণ্ড ঘটিয়েছেন যে, তিনি থেকেছেন সর্বদা শিরোনামে। কখনও নিজের স্নানের ভিডিয়ো সকলের সামনে নিয়ে এসে, তো কখনও আবার হাজতবাস করে, কখনও আবার নগ্ন হওয়ার ইচ্ছে প্রকাশ করে।
পুনম পান্ডে ২০১১ সালে প্রথম শিরোনামে এসেছিলেন, যখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভারত বিশ্বকাপ জিতলে ভারতীয় ক্রিকেট দলের জন্য তিনি নগ্ন হবেন। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জেতার পর নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন তিনি। বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের জন্যই মূলত পুনম পরিচিত ছিলেন। চলুন জেনে নেওয়া যাক প্রয়াত অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত। ১৯৯১ সালের ১১ই মার্চ উত্তরপ্রদেশের কানপুরের জন্মেছেন পুনম। শোনা যায় যে, মৃত্যুর সময় তিনি সেখানেই ছিলেন। কানপুরেই তাঁর শেষকৃত্য হবে। মু্ম্বইতে তাঁর বেড়ে ওঠা। সেখানেই মানুষ হয়েছেন। তিনি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে।
ইন্ডাস্ট্রিতে ছিল না পূর্ব পরিচিতি। তিনি গ্ল্যাড্রাগস ম্যানহান্ট এবং মেগা মডেল প্রতিযোগিতার শীর্ষ নয়জন প্রতিযোগীর মধ্যে একজন ছিলেন এবং এমনকি ম্যাগাজিনের কভার গার্লও হয়েছিলেন। মডেলিং এর মাধ্যমে কেরিয়ার শুরু করে ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। তাঁর চরিত্রটি ছিল এক শিক্ষকের যার সম্পর্ক ছিল নিজেরই ছাত্রের সঙ্গে। ছবিটির পোস্টার বিতর্ক সৃষ্টি করেছিল যখন একদল বিক্ষোভকারী পোস্টার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়। বড় পর্দায় তেমনভাবে প্রভাব ফেলতে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে পুনম বলেন, ‘‘আমি যে ভাবে চার পাশে চর্চিত হয়েছি, সবটাই প্রচার কৌশল। আমি এমন একটা মেয়ে যার কোনও চেনা পরিচিতি ছিল না এই ইন্ডাস্ট্রিতে। তবু লোকে এখন চেনেন। আমার ধারণা আমি সফল হয়েছি ।’’
তিনি এও জানান, তাঁর বাবা-মা-পরিবার তাঁকে নিয়ে সন্তুষ্ট নন। পুনমের কথায়, ‘‘যে ভাবে নিজের ভাবমূর্তি আমি তুলে ধরেছি সেটা আমার বাবা-মা একেবারে পছন্দ করেন না। আমার আদাপ-কায়দা দেখে তাঁরা বিস্মিত হন, কিন্তু আমার হাতে কিছু নেই। আমি মানুষটাই এমন।’’ তিনি ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ৪ এবং লক আপের মতো টিভি শোতে ছিলেন। ২০২০ সালের ১লা সেপ্টেম্বর তাঁর প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। বিয়ের ১০ দিন পর ১১ই সেপ্টেম্বর পুনম স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শ্লীলতাহানি, মারধর করার। তিনি সেই সময় পিটিআইকে বলেছিলেন যে, মারধরের কারণে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে ভুগছিলেন। এরপর জামিনে মুক্তি পেয়ে স্যাম ফের একবার পুনমের সঙ্গে থাকা শুরু করেন। এই বছরই নভেম্বরে গোয়া-তে গিয়ে নগ্ন ভিডিয়ো বানানোর জন্য গ্রেফতার করা হয় পুনমকে। ২০২১ সালে ফের স্বামীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ তোলেন। ডিভোর্স হয় তাঁদের।
আজ অভিনেত্রীর মৃত্যুর খবরে পেয়েও তাঁর অনুরাগীরা এখনো আশা করেছেন হয়তো শুক্রবার সকাল থেকে যা ঘটেছে, এটাও অভিনেত্রীর প্রচারে থাকারই কৌশল। তবে, পুনমের সহকারী সরাসরি শুক্রবার সকালে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে যে তিনি মারা গেছেন।