ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছ থেকে এবার ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। রবিবার বিশ্বকাপে ভারতকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয় করেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলের ওপেনার হলেন ওয়ার্নার। কিন্তু কি এমন হলো যার ফলে তাকে ক্ষমা চাইতে হল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে?
রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় এক লক্ষ মানুষ খেলা দেখতে গিয়েছিল। স্বাভাবিকভাবেই ভারতের নজর ছিল বিশ্বকাপের দিকে। কিন্তু ভারত বিশ্বকাপ না যে তাই মন ভেঙে গেছে কোটি কোটি ভারতীয়দের। এক ভারতীয় সমর্থক সংবাদ মাধ্যমে লেখেন, ওয়ার্নার আমাদের হৃদয় ভেঙ্গে দিলেন। এর উত্তরে অস্ট্রেলিয়ান খেলোয়াড় ওয়ার্নার লেখেন, আমি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটি দুর্দান্ত ম্যাচ খেলেছিলাম আমরা। ভারত খুব ভালো প্রতিযোগিতার আয়োজন করেছে।
ওয়ার্নারের এই উত্তরের পর ওই সমর্থক নিজের পোস্ট মুছে দেন ফলে ওয়ার্নারের উত্তরটিও মুছে যায়। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতার পর ভারতীয়দের যে মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তা বলাই বাহুল্য। ২০০৩ সালের পর ২০২৩ সালে ঠিক একই ভাবে পুনরাবৃত্তি ঘটবে খেলার তা ভাবতে পারেনি কেউ।
রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা বা বিরাট কোহলি কেউই পেরে উঠলেন না। মাত্র ২৪০ রান করেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। খুব সহজেই সেই রান তুলে এবারেও বিশ্বকাপ ঘরে তোলে অস্ট্রেলিয়া।।