রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeখেলাক্রিকেটবিশ্বকাপের ৪ দিন পরেই ভারত, সূচি আগামী ৬ মাস

বিশ্বকাপের ৪ দিন পরেই ভারত, সূচি আগামী ৬ মাস

বিশ্বকাপের ব্যর্থতার পরেও কিন্তু মাত্র বিশ্রাম পানি, ভারতীয় ক্রিকেটাররা। অনেক আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য সময়সূচি বেঁধে রেখেছিলেন তাই বিশ্বকাপ ফাইনালের মাত্র চারদিন পরেই আবার মাঠে নামতে হবে ভারতীয় দলকে।

ভারতীয় ক্রিকেট দলের বিরতি বলে কিছু হয়। একটা প্রতিযোগিতার পর আবার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হয় ক্রিকেটারদের। যারা দেশের হয়ে তিন ধরনের খেলা খেলেন তাদের জন্য আরও বেশি কঠিন হয়ে পড়ে পরিস্থিতি। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই এসেছে ফের আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩ নভেম্বর থেকে ভারত অস্ট্রেলিয়ার ২০ ওভারের সিরিজ শুরু হয়ে যাবে।

এই সিরিজ শেষ হবার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। দুটি টেস্ট সহ তিনটি করে একদিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলে তবে ঘরে ফিরতে পারবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় আগামী ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত চলবে খেলা। তবে দক্ষিণ আফ্রিকা সফরের পর দেশে ফিরলেও কিন্তু ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম নেই।

১১ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ যা চলবে সরাসরি জানুয়ারি পর্যন্ত। এরপর ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি থেকে ১১ই মার্চ পর্যন্ত। তাই বুঝতেই পারছেন আগামী চার মাস ভারতীয় ক্রিকেটারদের কোন বিশ্রামের ব্যাপারই নেই।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments