ফেসবুকের সুবিধা এখন হোয়াটসঅ্যাপে। এতদিন পর্যন্ত আমরা জানতাম মাত্র একটি ফোনেই নিজের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করা যেতো এবার সেই সুবিধা হোয়াটসঅ্যাপেও পেতে চলেছেন গ্রাহকরা। আসুন জেনে নিই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারস সম্পর্কে। গ্রাহকদের সুবিধার্থে প্রতিনিয়তই নতুন নতুন ফিচারস চালু করছেন মেটা। বেশ কিছুদিন আগেই মেয়েটা চালু করেছিল দুটি ভিন্ন যন্ত্র থেকে হোয়াটসঅ্যাপ চালানোর সুবিধা।
এবার আসতে চলেছে নতুন ফিচারস সেটি হলো মাত্র একটি ফোনেই আপনি নিজের ব্যক্তিগত এবং ব্যবসায়িক দুটি আলাদা নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। দুটি সম্পূর্ণ আলাদা প্রোফাইল এবং সহজে মুশকিল আসান হয়ে যাবে সকলের। এবার জেনে নিই একই ফোন থেকে বারবার অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন কিভাবে। প্রথমে হোয়াটসঅ্যাপে সেটিংস এ গিয়ে অ্যাড একাউন্ট অপশনে ক্লিক করে দ্বিতীয় নম্বরটি ভেরিফাই অবশ্যই করাতে হবে। ভেরিফাই হয়ে গেলে খুব সহজেই একাউন্ট থেকে অন্য একাউন্টে সুইচ করা যাবে। এবার আসুন জেনে নিই এই সুবিধা থেকে কারা কারা উপকৃত হতে চলেছেন। ভ্রমণকারীদের জন্য : যারা বিশেষত দেশের বাইরে যান সেখানে মোবাইলের নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয়। তাঁরা ওয়াইফাই ছাড়া নিজের হোয়াটসঅ্যাপ সচল রাখতে পারেন না। আগে যেটি বারবার সিম কার্ড বদলালে নতুন করে হোয়াটসঅ্যাপে লগইন করতে হতো সেই ঝঞ্ঝাট থেকে এবার মুক্তি।
স্বাধীন পেশার মানুষ কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী: বিজনেস একাউন্টের জন্য হোয়াটসঅ্যাপ ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। অনেকেই নিজের ব্যক্তিগত নম্বর ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে চান না তাই তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত সুখবর। মাত্র একটি মোবাইলেই হোয়াটসঅ্যাপে দুটি ভিন্ন অ্যাকাউন্ট অনায়াসেই চালু রাখতে পারবেন তাঁরা বারবার অ্যাকাউন্ট বদলেও নয়া সুবিধা:এর আগে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো বারবার অ্যাকাউন্ট বদলানোর ক্ষেত্রে এবং তাতে অনেকটা সময়ও লেগে যেত। এখন এই নতুন ফিচারস আশায় এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন মানুষ। মেটার এই নিত্যনতুন ফিচারসে গ্রাহকরা অত্যন্ত খুশি কারণ গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্যই মেটা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাতে যে তাঁরা যথেষ্ট সফল তা গ্রাহকদের খুশিই প্রমাণ দেয়।