কলকাতার বুকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নিউ টাউনে। অভিযোগ উঠেছে পার্টি চলাকালীন মদ্যপান করিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।
খবর সূত্রে জানা গেছে, নিউটাউনের শাপুরজি আবাসনে শুক্রবার রাতে একটি পার্টি ছিল। সেই পার্টিতেই অংশগ্রহণ করেছিলেন নির্যাতিতা, সেখানে উপস্থিত ছিলেন তার বন্ধু বান্ধব। অভিযোগ ওঠে প্রথমে তরুণীকে মদ খাওয়ানো হয় তারপর নেশাগ্রস্ত হলে তার ওপর চালানো হয় অত্যাচার।
এরপরেই সেই তরুণী টেকনোসিটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ করেন তিনি যে, পার্টিতে তাকে নেশাগ্রস্ত করিয়ে ধর্ষণ করা হয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তিনজন যুবককে।
যাদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই তিনজন অভিযুক্তকে রাখা হয়েছে টেকনোসিটি থানাতে। খবর সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই তিনজন তথ্যপ্রযুক্তির সংস্থার চাকুরীরত। শনিবার অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই দুজনকে নিউটাউনের এলাকা থেকে গ্রেপ্তার করে, অন্য আরেকজনকে এন্টালি এলাকা থেকে গ্রেপ্তার করে।