আরো একটি নাটকীয় পরিস্থিতি তৈরি হল কলকাতা হাইকোর্টে। শুক্রবার সন্ধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়া একটি নির্দেশ মাত্র আধ ঘন্টার মধ্যে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এই মামলার একদিকে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অন্যদিকে রয়েছেন কলকাতা সার্ভিস কমিশন। তৃতীয় প্রান্তে রয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার সন্ধ্যায় বিচারপতি একটি মামলার নির্দেশ দিয়েছিলেন কিন্তু মাত্র আধ ঘন্টার মধ্যে তা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ।
মামলা খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছেন, মামলা নিয়ে এত তাড়াহুড়ো করার কি আছে? এই মামলা জরুরী ভিত্তিতে শোনার তো কোনো কথা ছিল না
প্রসঙ্গত, কলেজ নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার বিকেলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিধাননগর পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, রাত সাড়ে আটটার মধ্যে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজির করাতে কিন্তু সেই নির্দেশ খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে।