এখনো পৃথিবীর ডাকে সাড়া দিল না চন্দ্রযান- ৩। চাঁদের মাটিতে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল বিক্রম এবং প্রজ্ঞানকে। কথা ছিল, চাঁদ যখন আবার আলোকিত হবে তখন তাদের ঘুম ভাঙ্গানোর চেষ্টা করা হবে। প্রায় ১৪ দিন পর চাঁদে সূর্য ওঠার পর গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সেই চেষ্টা করার হয়েছিল পৃথিবীর তরফ থেকে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।
ভারতীয় মহাকাশ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বিক্রম ও প্রজ্ঞানের কাছ থেকে কোন সিগনাল এখনো এসে পৌঁছয় নি পৃথিবীর বুকে। তবে সারা না পেলেও হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা। শুক্রবার সন্ধ্যা ৬ঃ৪৮ মিনিট নাগাদ ইসরো টুইটার হ্যান্ডেল একটি পোস্ট করে লিখেছেন, চন্দ্রযান তিন অভিযানের খবর: বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল কিন্তু এখনও কোন সিগন্যাল আমাদের কাছে এসে পৌঁছয়নি। তবে আমরা যোগাযোগ করার চেষ্টা জারি রাখছি।
গত ২ সেপ্টেম্বর প্রোগ্রামকে এবং কত ৪ সেপ্টেম্বর বিক্রমকে ঘুম পাড়িয়ে ছিল ইসরো। কথা ছিল, আবার সূর্য উঠলে তাদের সক্রিয় করে দেওয়া হবে। চাঁদের আকাশে সূর্য উঠলে, সূর্যের আলোকে কাজে লাগিয়ে আবার অ্যাক্টিভেট হয়ে যাবে বিক্রম এবং প্রজ্ঞান ,কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি।
চাঁদে টানা ১৪ দিনের রাতের নিরিখে চাঁদে তাপমাত্রা কমে যায় হিমাঙ্কের অনেক নিচে তাই মনে করা হচ্ছে একটু হলেও একটিভেট হতে সমস্যায় পড়তে হচ্ছে বিক্রম এবং প্রজ্ঞানকে। তবে ঠান্ডায় পুরোপুরি বিকল হয়ে গেছে কিনা সে দুটি, তা এখনো বুঝতে পারছেন না বিজ্ঞানীরা। তবে আপাতত হাল ছাড়তেও চাইছেন না তাঁরা।