প্রাচীনকালের কত কিছু যে মাটির তলায় লুকিয়ে রয়েছে তা হয়তো গুনেও শেষ করা যাবে না। তবে কোন কোন সময় সেই মাটির তলা থেকে উদ্ধার হয় বিভিন্ন যুগের নানান জিনিসপত্র। তবে এবার উদ্ধার হয়েছে পুরুলিয়ার মানবাজারের মাটির নিচ থেকে একটি পাল যুগের বুদ্ধমূর্তির মাথা।
চলতি বছরের ৩১ শে জুলাই প্রাচীন ভাস্কর্যের এই অংশ পুরুলিয়ার মানবাজারের একটি গ্রামের মাটির তল থেকে পাওয়া যায়। খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় প্রশাসন পুলিশ, যার পর সেটিকে তারা উদ্ধার করেন।
এই গৌতম বুদ্ধের মূর্তিটি হস্তান্তরিত করা হয় পুরুলিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। এরপরেই সেই মূর্তিটি পৌঁছায় কলকাতায় রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিশিয়াল ট্রাস্টের কাছে। বিশেষজ্ঞদের মতে, এই মূর্তিটি সারনাথ ঘরানার বুদ্ধমূর্তির মত এবং ভাস্কর্য অনেকটা পাল যুগের ভাস্কর্যের মতো।