বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeকলকাতাএক রাতেই দূরের গন্তব্যে, চালু বন্দে ভারতে ‘স্লিপার’ সংস্করণ

এক রাতেই দূরের গন্তব্যে, চালু বন্দে ভারতে ‘স্লিপার’ সংস্করণ

এতদিন বসে বসে সফর করতেন বন্দে ভারতে এবার আর বসে বসে নয় বরং শুয়ে শুয়ে যেতে পারবেন বন্দে ভারত এক্সপ্রেস করে। সব ঠিকঠাক থাকলে পরের বছর থেকেই বন্দে ভারতের স্লিপার সংস্করণ চালু করতে চলেছে ভারতীয় রেল। চালু হতে পারে বন্দে ভারত মেট্রোও। দূরের সফরের জন্য এবার এই স্লিপার সংস্করণ চালু করতে চলেছে বন্দে ভারত।

রেল সূত্রে খবর, ২০২৪ সালের মার্চ মাস থেকে বন্দে ভারতে স্লিপার কামরা চালু হতে চলেছে। ওই বছর জানুয়ারি থেকে শুরু হতে পারে বন্ধে ভারত মেট্রো। যাত্রীদের এবার এক রাতেই দূরের গন্তব্যে পৌঁছে দেবে বন্দে ভারত স্লিপার। বন্দে ভারত স্লিপারের গতিবেগ থাকবে ঘন্টায় ২২০ কিলোমিটার। অন্যদিকে বন্দে ভারত মেট্রোতে থাকবে ১২ টি কামরা।

ভারতীয় রেল ইতিমধ্যেই ৪০০ টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরীর জন্য বকেয়া দিয়েছে যার মধ্যে প্রথম ২০০ টি ট্রেনে শুধুমাত্র বসার স্থান থাকবে এবং বাকি ২০০টি ট্রেনে থাকবে শোয়ার স্থান। রেল সূত্রে খবর, আপাতত দিল্লি মুম্বাই এবং দিল্লি কলকাতা রুটে, বন্দে ভারত ট্রেন চলবে। ট্রেন চলার আগে ওই রুটের লাইন সংস্কার করা হবে, পাশাপাশি সংস্কার করা হবে সিগন্যাল, সিস্টেম সেতু এবং রেলিংয়েরও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments