বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeবিনোদনফেডারেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ভেন্ডার্স গিল্ডের

ফেডারেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ভেন্ডার্স গিল্ডের

আরো একবার পুরনো দিন ফিরে আসতে চলেছে। টলিপাড়ায় আরো একবার কাজ বন্ধ হবার উপক্রম। সম্প্রতি ভেন্দর্স গিল্ডের তরফ থেকে অভিযোগ উঠেছে, ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রযোজক এবং ফেডারেশন তাদের সঙ্গে অসহযোগিতা করেছেন। বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংগঠনের দাবি অনুযায়ী, অসহযোগিতা করা হলে তারা কর্ম বিরতির পথে হাঁটবে।

এই সংস্থাটি নিয়মিত টলিপাড়ার শুটিংয়ের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে। বোঝাই যাচ্ছে যদি এই সংস্থাটি টলিপাড়ার সঙ্গে অসহযোগিতা করে তাহলে ইন্ডাস্ট্রির কাজ বন্ধ হয়ে যাবে। সংগঠনের সদস্যদের কাছে ফোনে পাঠানো মেসেজে লেখা হয়েছে, ফেডারেশন এবং প্রডিউসাররা আমাদের সঙ্গে বিভিন্ন দিক থেকে অসহযোগিতা করছেন। ফেডারেশনের কিছু সদস্য আমাদের বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কাজ বন্ধের দিকে এগোবো।

এই প্রসঙ্গে ভেন্দার্স গিল্ডের সভাপতি সৈকত দাস জানিয়েছেন, সাপ্লায়ারদের নিষিদ্ধ ঘোষণা করা অনৈতিক। ফেডারেশন যখন আমাদের সঙ্গে কাজ করতে মানা করে দিচ্ছে তখন আমরাও বলেছি ওনাদের সঙ্গে আমরা কাজ করবো না। আমরা অনেকবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু কোন লাভ হয়নি।

এই প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি সরুপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্পূর্ণ ঘটনা এখনো জানিনা। এখনো এই বিষয় নিয়ে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই এখনই কিছু জানাতে পারছি না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments