কলকাতার কলেজ হলেও সেখানে পড়তে হলে জানতে হবে ইংরাজি। বাংলা বা হিন্দি কোনটাই তেমনভাবে গ্রহণযোগ্য হবে না। বাধ্যতামূলকভাবে ইংরেজি বলতে এবং লিখতে জানতে হবে। শুধু তাই নয়, বাংলা বা হিন্দি মাধ্যমের পড়ুয়া যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে ভর্তির লিস্ট থেকে কাটা যাবে নাম।
সম্প্রতি এমনি শর্ত জারি করেছেন কলকাতার লরেটো কলেজ। ভর্তির বিজ্ঞাপনে সম্পত্তি এমনই শর্ত দিয়েছেন তারা। এই নিয়ে বিতর্ক তৈরি হলেও লরেটো কলেজ কর্তৃপক্ষের যুক্তি অনুযায়ী, যেহেতু কলেজে পড়াশোনায় এবং ক্লাস সবকিছু ইংরেজিতে হয় তাই ছাত্রছাত্রীদের আগে থেকেই ইংরেজি শিখে আসা প্রয়োজন। বাংলা বা হিন্দি ভাষার মতো আঞ্চলিক ভাষায় যারা দ্বাদশ শ্রেণী অব্দি পড়াশোনা করেছেন তারা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কিন্তু এমন শর্ত কি দিতে পারে কোন কলেজ? যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজ, তারা কিন্তু বলছেন কোন কলেজে এমন শর্ত দিতে পারেন না। এই নোটিশের সূত্র ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লরেটো কলেজের অধ্যক্ষকে তলব করেছেন। জানা গেছে, পরের বছর থেকে যাতে এমন কোন বিজ্ঞপ্তি না দেওয়া হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে কলেজকে।
কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এ বছর তাহলে কি হবে? পড়ুয়ারা অবশ্য জানিয়েছেন, এবছর খাতায়-কলমে বিজ্ঞপ্তি দিলেও লরেটো সারা জীবন ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের অগ্রাধিকার দিয়েছেন। বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীরা এই কলেজে তেমনভাবে জায়গা পায় না। পরের বছর না হয় বিজ্ঞপ্তি দেওয়া হবে না কিন্তু এ বছর কি হবে সেই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন অভিভাবক এবং পড়ুয়ারা।