রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeকলকাতাটানা ৪৫ বছর ধরে পঞ্চায়েত ভোটে প্রার্থী, এ বারও ময়দানে প্রাক্তন শিক্ষক

টানা ৪৫ বছর ধরে পঞ্চায়েত ভোটে প্রার্থী, এ বারও ময়দানে প্রাক্তন শিক্ষক

পঞ্চায়েত ভোটের প্রচারে এবারে উলুবেড়িয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মদনমোহন মন্ডল। রাজনীতি তার ধর্ম কর্ম রাজনীতিই তাঁর ধ্যান জ্ঞান। তিনি এমন কিছু করেছেন জীবনে যা অনেকের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন। হাই স্কুলের চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন কারণ তিনি ছাত্র অবস্থায় রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন। প্রথমে তিনি করতেন ছাত্র পরিষদ করতেন। তাঁর রাজনৈতিক জীবনের ক্যারিয়ার ও যথেষ্ট উজ্জ্বল।

৪৫ বছরে যতবারই মদনমোহন বাবু ভোট প্রার্থী হয়েছেন জয়-ই তাঁর ঝুলিতে এসেছে। শুধুমাত্র একবার কোনোক্রমে অসফল হয়েছিলেন যে কারণে তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত নিশ্চিত। মদনমোহন হলেন উলুবেড়িয়া তুলসীবেড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁর বর্তমান বয়স ৭৫ বছর। এবারের পঞ্চায়েত ভোটে তিনি উলুবেড়িয়ার দু’নম্বর পঞ্চায়েত সমিতিতে তুলসীবেড়িয়া এলাকা থেকে ভোট প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন।

১৯৭৮ সালে উলুবেরিয়া দু’নম্বর পঞ্চায়েত সমিতি কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। তারপর থেকে তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। এবারের পঞ্চায়েত ভোটে তিনি তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং প্রচারের কাজ জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষ হিসেবে তিনি একদমই মৃদু-ভাষী ও সদা হাস্যময় একজন ব্যক্তি। ভোটের প্রচারে তিনি তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের কথা।তারই পাশাপাশি বিজেপি সরকারের থেকে মানুষ যে বঞ্চনা পেয়েছেন সে কোথাও স্মরণ করাচ্ছেন সকলকে।

মানুষের সর্বসম্মতভাবে সাড়া পাচ্ছেন বলেই জানিয়েছেন মদনমোহন বাবু।তবে শুধুমাত্র মদন মোহন বাবু নন যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে জনসংযোগ বাড়াচ্ছেন তাতে করে তিনি জয়ের বিষয়ে ভীষণ রকম আত্মবিশ্বাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments