মধ্যপ্রদেশে বিজেপির সভাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিশানা হলো তৃণমূল। মঙ্গলবার ভূপালী বিজেপির বুধ কমিটির সভাপতিদের নিয়ে এটি কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। মেরা বুথ সবসে মজবুত, নামক কর্মসূচিতে তৃণমূল শাসিত বাংলায় দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর দাবি, বেআইনি অর্থ লগ্নি সংস্থা থেকে শুরু করে গরু পাচার, এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও জড়িয়ে রয়েছে তৃণমূল। তিনি দাবি করেন, তৃণমূলের বিরুদ্ধে ২৩ হাজার কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। সারদা দুর্নীতি, রোজভ্যালি দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার চলছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ কখনো এই দুর্নীতি ভুলে যাবে না।
প্রসঙ্গত, চলতি মাসে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের রোজগার মেলা কর্মসূচিতে পশ্চিমবঙ্গ এবং তৃণমূলের নাম না করে মোদী বলেছিলেন, সম্প্রতি আপনার একটি রাজ্য থেকে পাওয়া খবরে দেখেছেন কি করে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে। রেট কার্ডের মত সেই রাজ্যে বিভিন্ন স্তরে সরকারি চাকরির বিভিন্ন ধরনের রয়েছে।
মঙ্গলবার আরো একবার সরাসরি তৃণমূল এবং বাংলার নাম করে তিনি বলেন, যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে বাংলায় তাতে করে বাংলার মানুষ তৃণমূলকে চাইবে না। বেশি দিন মানুষের চোখে কাপড় চাপা দিয়ে রাখা যাবে না। এবার বদল আনার সময় হয়েছে।