কোনভাবেই যেন স্কুল পড়ুয়াদের ব্যাগের ওজন তাদের ওজনের পনেরো শতাংশের বেশি না হয়, এমন একটি নির্দেশ জারি করেছিল কর্নাটক সরকার। প্রায় চার বছরের পুরনো এই নিয়মের কথা আরো একবার স্কুলগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য নতুন করে স্কুলে স্কুলে পাঠানো হলো ২০১৯ সালের সার্কুলার। ব্লক স্তরের শিক্ষা আধিকারিকদেরও ব্যাগের ওজন সংক্রান্ত নিয়মের প্রয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে সরকারের তরফ থেকে।
২০১৯ সালে কর্নাটক সরকার স্কুল গুলির জন্য যে সার্কুলার জারি করেছিল তাতে বলা হয়েছিল, স্কুল পড়ুয়াদের দেহের ওজনের থেকে পিঠের ব্যাগের ওজন যেন কোনভাবেই বেশি না হয়। ব্যাগের ওজন হবে দেহের ওজনের পনেরো শতাংশ অথবা তার থেকে কম। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের ওজন হবে ১.৫ থেকে ২ কেজি, তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের ওজন হবে ৩ থেকে ৪ কেজি, নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের ওজন হবে ৪ থেকে ৫ কেজি।
সারকুলারে আরো বলা হয়েছে, স্কুলগুলিতে সপ্তাহে একদিন ব্যাগহীন দিবস পালন করতে হবে যাতে ছাত্রছাত্রীরা ব্যাগ ছাড়া স্কুল যাবার মজা অনুভব করতে পারে। সম্ভব হলে শনিবার দিনটিকে এই ব্যাগহীন দিবস হিসেবে বেছে নেওয়া যেতে পারে। পড়ুয়াদের ভারী ব্যাগ নিয়ে বিতর্ক কোন নতুন কথা নয়। স্কুলের বই খাতা চাহিদা মিটানোর জন্য কোন কোন ক্ষেত্রে নিজের থেকেও ভারি ব্যাক বহন করতে হয় পড়ুয়াদের। ছোট ছোট ছাত্র ছাত্রীদের এই কষ্ট লাঘব করার জন্যই উদ্যোগী হয়েছিলেন কর্ণাটক সরকার, তবে সেই সার্কুলার শিথিল হয়েছে বলে মনে করছেন সরকার তাই আরো একবার নতুন করে সার্কুলার জারি করা হলো।