রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Homeকলকাতাটালি নালা সংস্কারের দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ ১৩ কোটি টাকা, কাজ শুরু হবে...

টালি নালা সংস্কারের দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ ১৩ কোটি টাকা, কাজ শুরু হবে শীঘ্রই

টালি নালা সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু করতে চলেছে কলকাতা পৌরসভা। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। জাতীয় পরিবেশ আদালতে নির্দেশে টালি নালার দূষণ কমানোর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কুদঘাট মেট্রো স্টেশন থেকে চেতলা সেতু পর্যন্ত টালি নালার পলি নিষ্কাশন, কংক্রিটের নির্মাণ ভাঙ্গা, দু ধারে জমে থাকা নোংরা বর্জ্য পরিষ্কার সহ একাধিক কাজ করা হবে আগামী দিনে।

এই কাজের জন্য দরপত্রের মাধ্যমে একটি বেসরকারি সংস্থাকে নির্বাচন করা হয়েছে যারা সমস্ত কাজ দেখাশোনা করবে। প্রস্তাবিত প্রকল্পের চুক্তি শর্ত নির্ধারণের জন্য পুরো আইন দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে। এই সংস্কারের প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই চলছে। তবে সংস্কার যথাযথ না হওয়ায় পুরো কর্তৃপক্ষকে জাতীয় পরিবেশ আদালতের ভৎসনার মুখোমুখি হতে হয়েছে বহুবার।

পৌরসভা সূত্র খবর, প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য প্রস্তাবিত খরচ ধরা হয়েছিল প্রায় সাড়ে চৌদ্দ কোটি টাকা। ২০২১ সালের জুন মাসে নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকের পরে এই কাজের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল কিন্তু প্রশাসনিক এবং আর্থিক অনুমোদন পেতে দেরি হওয়ায় কাজ শুরু হতে দেরি হয়েছিল।

এই প্রসঙ্গে পুর প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পলি নিষ্কাশন, আবর্জনা পরিষ্কার সহ সামগ্রিক এই প্রকল্পের ফলে টালি নালার বিস্তীর্ণ এলাকা উপকৃত হবে। খুব তাড়াতাড়ি এই কাজ শুরু করার জন্য চেষ্টা করছি আমরা। আগামী মাসের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments