সোমবার, মার্চ ২৪, ২০২৫
Homeকলকাতাদক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

এখনো ভালোভাবে গরম পড়েনি। তার আগেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের গোটা পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে খবর পাওয়া গেছে, শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হতে পারে ঝড়-বৃষ্টি। শনিবারও বৃষ্টির সাথে বইতে পারে ঝড়ো হাওয়া।

আবহাওয়া দপ্তর জানিয়েছেন, দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি। শনিবার ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে মুর্শিদাবাদ, বাঁকুড়া বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অংশে।

আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে একটি গভীর অক্ষরেখা বিস্তীর্ণ হয়েছে যার ফলে এই সপ্তাহে শেষের দিকে আবহাওয়া বেশ কিছুটা বদলে আসতে চলেছে। শনিবার থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এবং দুই দিনাজপুরসহ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের হতে পারে ভারী বৃষ্টি।

তবে এটি প্রথম দফার ঝঞ্ঝা। আগামী সপ্তাহে আরও একটি ঝঞ্জা হতে পারে পশ্চিমবঙ্গে। দ্বিতীয় দফার বৃষ্টি যদি হয় তাহলে সেটি হবে মূলত কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, গরমের তাপদাহ আসার আগে একবার গোটা রাজ্য বৃষ্টিতে ভিজতে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments