Updated: 04 Mar 2023, 10:02 PM IST
Soumick Majumdar
মার্চে প্রকাশিত ‘টেলিকম টকে’র প্রতিবেদন অনুযায়ী, BSNL তার ৪টি প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। আসলে দাম না বাড়িয়ে মেয়াদ কমিয়েছে বলা ভাল। আগে ৭৯৭ টাকার প্ল্যানে গোটা ১ বছরের ভ্যালিডিটি দেওয়া হত। এখন সেটি কমিয়ে ৩০০ দিন করা হয়েছে। কিন্তু এরপরেও, বাজারের অন্য সংস্থাদের থেকে অনেকটাই এগিয়ে এই প্ল্যান।
1/5 Jio, Airtel এবং Vi-এরই বাজার। সর্বত্র তাদের প্রচার ও দ্রুত পরিষেবার কারণে সিংহভাগ মানুষ এই তিনটি সংস্থারই প্রিপেইড প্ল্যান নিয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন, চাইলে এর থেকেও সস্তায় দুর্দান্ত প্ল্যান পেতে পারেন BSNL-এ। হয় তো ভাবছেন, BSNL নিয়েও কী লাভ! নেটওয়ার্কে সমস্যা হবে। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
2/5 সত্যি বলতে BSNL-এর এই সমস্যা আছে। কিন্তু বহু স্থানেই দারুণ সংযোগ দেয় বিএসএনএল। তাছাড়া আগের তুলনায় সংযোগ উন্নতও হয়েছে। ফলে বাড়ির ফোনের জন্য একটি রিচার্জ করে রাখা যেতেই পারে। বিশেষত প্ল্যানটিই এত অবিশ্বাস্য! ফাইল ছবি : রয়টার্স (Pixabay)
3/5 মার্চে প্রকাশিত ‘টেলিকম টকে’র প্রতিবেদন অনুযায়ী, BSNL তার ৪টি প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। আসলে দাম না বাড়িয়ে মেয়াদ কমিয়েছে বলা ভাল। আগে ৭৯৭ টাকার প্ল্যানে গোটা ১ বছরের ভ্যালিডিটি দেওয়া হত। এখন সেটি কমিয়ে ৩০০ দিন করা হয়েছে। কিন্তু এরপরেও, বাজারের অন্য সংস্থাদের থেকে অনেকটাই এগিয়ে এই প্ল্যান। ফাইল ছবি : বিএসএনএল (Pixabay)
4/5 BSNL-এর ৭৯৭ টাকার প্রিপেইড প্ল্যান: টাকার অঙ্কটা শুনে অনেক মনে হতে পারে। কিন্তু তেমনই টানা ৩০০ দিন(প্রায় ১০ মাস) ভ্যালিডিটি পেয়ে যাবেন। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Pixabay)
5/5 এই প্ল্যানে, ১) প্রথম ৬০ দিন: আনলিমিটেড ভয়েস কল পাবেন। প্রতিদিন ১০০টি SMS এবং রোজ ২GB করে ডেটা। ২) বাকি ২৪০ দিন: সিম অন থাকবে। অর্থাত্ আপনাকে মাসে মাসে বাড়ির ফোনের জন্য নতুন করে রিচার্জ করতে হবে না। ফলে বাড়িতে যদি কোনও ফোন থাকে, অথবা দ্বিতীয় কোনও সিম থাকলে BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি বেছে নেওয়া যেতে পারে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Pixabay)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে