Updated: 01 Mar 2023, 10:53 PM IST
Soumick Majumdar
আগামিদিনে এই ফিল্ডের প্রধান প্ল্যাটফর্ম আরবান কোম্পানির সঙ্গে একেবারে সরাসরি টেক্কা দিতে হবে ব্লিঙ্কিটকে। এক্ষেত্রে উল্লেখ্য, Zomato-রই সহ-প্রতিষ্ঠাতা এবং CEO দীপিন্দর গোয়ালকে ২০২২ সালের মার্চে আরবান কোম্পানির বোর্ডে একজন স্বাধীন ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন।
1/5 শুধু টুকটাক মুদিখানার খাবার ডেলিভারি করে চলবে না। তাই অবেশেষে আরও ব্যবসা ছড়াতে চাইছে Blinkit । শীঘ্রই অনেকটা আর্বান কোম্পানির ধাঁচে কারিগর, মিস্ত্রি, সার্ভিসিং পরিষেবা যুক্ত হবে সংস্থার প্ল্যাটফর্মে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5 Blinkit আসলে ফুড ডেলিভারি সংস্থা Zomato-র অধীনস্থ। সূত্রের খবর, আগামিদিনে ব্লিঙ্কইট-এর প্ল্যাটফর্মে মিস্ত্রি, বিউটিশিয়ান, এসি সার্ভিসিংয়ের মতো বিষয়ে হদিশ পাওয়া যাবে। ফাইল ছবি: ব্লিঙ্কিট (Reuters)
3/5 এর ফলে আগামিদিনে এই ফিল্ডের প্রধান প্ল্যাটফর্ম আরবান কোম্পানির সঙ্গে একেবারে সরাসরি টেক্কা দিতে হবে ব্লিঙ্কিটকে। এক্ষেত্রে উল্লেখ্য, Zomato-রই সহ-প্রতিষ্ঠাতা এবং CEO দীপিন্দর গোয়ালকে ২০২২ সালের মার্চে আরবান কোম্পানির বোর্ডে একজন স্বাধীন ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন। ফাইল ছবি: ব্লিঙ্কিট (Reuters)
4/5 তবে, RoC-র মাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী, তিনি গত ১৫ ফেব্রুয়ারি বোর্ড থেকে পদত্যাগ করেছেন। সম্ভবত, ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’-এর কারণেই এই সিদ্ধান্ত। ফাইল ছবি: ব্লিঙ্কিট (Reuters)
5/5 এক্ষেত্রে উল্লেখ্য এই সেগমেন্ট ভারতে সেভাবে জনপ্রিয়তা পায়নি। সময়ের সঙ্গে আরবান কোম্পানির মতো সংস্থাও অনেক বাধার সম্মুখীন হচ্ছে। তাই সেই বাজারে ব্লিঙ্কিট নতুন কিছু করতে পারে কিনা, সেটাই দেখার। সম্ভবত ১০-১৫ মিনিটে বাড়িতে কর্মী পাঠিয়ে দেওয়ার চেষ্টাই করবে সংস্থা। ফাইল ছবি: ব্লিঙ্কিট (Reuters)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে