Updated: 17 Feb 2023, 06:45 PM IST
Soumick Majumdar
সংস্থা জানিয়েছে, এটি একটি ‘অপ্রত্যাশিত প্রযুক্তিগত সমস্যা’। তবে, বিশেষজ্ঞ অন্য একটি তত্ত্বও দিচ্ছেন। অনেকে বলছেন, ডোমেন রেজিস্ট্রার রেকর্ড অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি হটস্টার তাদের ডোমেন নেম, Hotstar.com-এর রিনিউয়াল করেছে।
1/4 ভারত-অস্ট্রেলিয়া টেস্টের মাঝেই হঠাত্ ছন্দপতন। বিভ্রাটের শিকার হয় OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar । দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সমস্যার রিপোর্ট করতে শুরু করেন দর্শকরা। ফাইল ছবি: (Twitter)
2/4 ঠিক কী কারণে এই সমস্যা ঘটেছে তা একনও স্পষ্ট নয়। তবে সংস্থা জানিয়েছে, এটি একটি ‘অপ্রত্যাশিত প্রযুক্তিগত সমস্যা’। তবে, বিশেষজ্ঞ অন্য একটি তত্ত্বও দিচ্ছেন। অনেকে বলছেন, ডোমেন রেজিস্ট্রার রেকর্ড অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি হটস্টার তাদের ডোমেন নেম, Hotstar.com-এর রিনিউয়াল করেছে। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/4 সেই কারণেই অনেকের ধারণা, একেবারে সাময়িক হলেও, কিছু সময়ের জন্য ডিজনি এই ডোমেন নেমের মালিকানা হারিয়েছিল। এই কারণেই এই ‘গ্লিচ’। ছবি: ডিজনি প্লাস (Twitter)
4/4 শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টা নাগাদ ডিজনি প্লাস হটস্টারের অ্যাপ, ওয়েবসাইটে সমস্যা শুরু হয়। খেলা দেখতে না পেরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করতে শুরু করেন। (ছবি সৌজন্যে ডিজনি প্লাস হটস্টার) (Twitter)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে