Updated: 21 Feb 2023, 09:18 PM IST
Soumick Majumdar
ডিজিটালাইজেশনের প্রসার সংক্রান্ত এখন বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে দেশে। সেই বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য শীঘ্রই একটি ‘পরামর্শ পত্র’ আনা হতে পারে বলে জানিয়েছেন TRAI-এর চেয়ারম্যান।
1/5 5G হ্যান্ডসেটের দাম যেন আমজনতার সাধ্যের মধ্যে থাকে। শুধুমাত্র দামের কারণে যেন জনতার বড় অংশ দ্রুত ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত না হন। এই বিষয়টি নিশ্চিত করার দিকে লক্ষ্য রাখা হবে। এমনই পরিকল্পনা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার। সোমবার TRAI-এর এই লক্ষ্যের বিষয়ে জানালেন চেয়ারম্যান পি ডি ভাগেলা। ফাইল ছবি: পিটিআই (HT Photo)
2/5 ডিজিটালাইজেশনের প্রসার সংক্রান্ত এখন বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে দেশে। সেই বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য শীঘ্রই একটি ‘পরামর্শ পত্র’ আনা হতে পারে বলে জানিয়েছেন TRAI-এর চেয়ারম্যান। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (HT Photo)
3/5 2G, 3G মোবাইল ফোনের দাম একেবারে কমে গিয়েছে। 4G ফোনের দামও কমে এসেছে। কিন্তু 5G ফোনের দাম এখনও অনেকটাই বেশি। সব স্থানে পাওয়াও যায় না। সোমবার ইন্ডিয়া ডিজিটাল সামিটে এমনটাই বলেন ট্রাই চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা দেশে ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়টি আরও শক্তিশালী করার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা চালাব। এর জন্য একটি পরামর্শপত্র আনার পরিকল্পনা করা হচ্ছে। ফাইল ছবি: পিক্সাবে (HT Photo)
4/5 গত বছরই দেশে 5G পরিষেবা চালু করা হয়েছে। তবে তার আগে থেকেই বাজারে 5G স্মার্টফোনের বিক্রি তুঙ্গে উঠেছে। কিন্তু সেগুলি বেশিরভাগই এখন মিড সেগমেন্টের স্মার্টফোন। অর্থাত্, মোটামুটি স্পেসিফিকেশনসহ একটি 5G স্মার্টফোন নিতে গেলে ১৪ -১৫ হাজার টাকার ব্যাপার। তাছাড়া 5G-র রিচার্জের খরচ কেমন হবে, তা এখনও স্পষ্ট নয়। এতে নতুন ব্যবহারকারী, প্রান্তিক পরিবারগুলির পক্ষে 5G ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হওয়া বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: পিটিআই (HT Photo)
5/5 তবে দাম কীভাবে কমবে? নিয়ন্ত্রক সংস্থা TRAI কি আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের জন্য আলাদা ভর্তুকি যুক্ত ব্যবস্থা করবে? সেই বিষয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, চেয়ারম্যানের উল্লেখিত পরামর্শ পত্রটি প্রকাশিত হলে তবেই পুরো বিষয়টি স্পষ্ট হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT Photo)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে