শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeলাইফস্টাইলহোটেলের বিছানায় কেন পাতা থাকি সাদা চাদর??

হোটেলের বিছানায় কেন পাতা থাকি সাদা চাদর??

যে কোনও জায়গাতেই আপনি বেড়াতে যান না কেন, লক্ষ্য করে দেখবেন হোটেলের ঘরে যে বিছানাটি পাতা থাকে তার চাদর এবং বালিশের কভার থাকে সাদা। সাদা রংয়ের এই চাদরটি খুব সহজে আপনার দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু সাদা রঙের জিনিস নোংরা হয়ে যাওয়ার প্রবণতা থাকা সত্ত্বেও কেন হোটেলে ব্যবহার করা হয় সাদা রঙের চাদর?

রঙিন অথবা গাঢ় রঙের চাদর ব্যবহার করলে যেখানে নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং সেই নোংরা তুলে ফেলার জন্য কষ্ট করতে হয় না সেখানে কেন সাদা রঙের চাদর ব্যবহার করা হয়? এর পেছনে কি কারণ রয়েছে?

সম্প্রতি এই প্রসঙ্গে একটি হোটেলের কর্মীদের জিজ্ঞাসা করলে তারা বলেন, হোটেলের ঘরের বিছানায় সাদা চাদর পাতার পেছনে সবথেকে বড় কারণ হলো সাদা পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধতার প্রতীক। যারা ঘরে থাকতে আছেন তাদের মনে যেন একটি সুন্দর প্রভাব পড়ে তার জন্যই বিছানায় পাতা হয় সাদা চাদর।

দ্বিতীয়তঃ সাদা রংয়ের চাদর পাতা থাকলে কোন নোংরা লেগে থাকলে তা চট করে নজরে পড়ে যায়। নোংরা দ্রুত পরিষ্কার করা যায় ফলে পরে যে অতিথিরা আসেন তাদের কোনও সমস্যা হয় না।

তৃতীয়ত সাদা রঙের চাদর বালিশের কভার পাতা থাকলে সেই ঘরটি আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে। সাদা রঙের আলোয় প্রতিফলন সবথেকে বেশি হয় তাই অতীতের মন ভালো হয়ে যায়। এছাড়া ঘরের আসল মাপের থেকে একটু হলেও বড় দেখায় সাদা রঙের চাদর পাতলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments