মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিনোদনপরিবারের অশান্তিতে ‘বিরক্ত’ বিগ বি, কি বললেন?

পরিবারের অশান্তিতে ‘বিরক্ত’ বিগ বি, কি বললেন?

বচ্চন পরিবার গত কয়েকসপ্তাহ ধরেই শিরোনামে রয়েছে। এর প্রধান কারণ হল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। কানাঘুষো চলছে বচ্চন পরিবারের ভিতরে অশান্তির শেষ নেই। জানা গেছে, ঐশ্বর্য নাকি অমিতাভ ও জয়ার সঙ্গে জলসাতে আর থাকছেন না। তিনি মেয়েকে নিয়ে চলে গেছেন তাঁর মায়ের কাছে। প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বচ্চন পরিবারের বৌমা ঐশ্বর্যা রাই বচ্চন, গত ১লা নভেম্বর নিজের ৫০তম জন্মদিন কাটিয়েছিলেন মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইয়ের সঙ্গে।

তাঁর পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনো সদস্যকে। সোশ্যাল মিডিয়ায় পাতাতেও দায় সারা ভাবে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন। এরই মাঝে, অমিতাভ লিখলেন আর নাকি ব্লগিংয়ের ইচ্ছে হচ্ছে না তাঁর। এমন বলার পিছনের কারণ কি তবে ঐশ্বর্য অভিষেকের বিচ্ছেদ? সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ জানান, তিনি নাকি বিরক্ত ও বীতশ্রদ্ধ। কার উপরে এমন মেজাজ হারালেন তিনি সেই নিয়েও উঠছে প্রশ্ন।

জানা যায়, তাঁর এই বিরক্তির নেপথ্যে তাঁর পারিবারিক অশান্তি দায়ী নয়, বরং প্রযুক্তিগত কারণে নাকি ধৈর্য হারিয়ে ফেলছেন তিনি। তিনি লেখেন, ব্লগে কোনো একটা ছবি আপলোড হতে যা সময় লাগছে তার তিনি রীতিমতো বিরক্ত। তিনি আরো বলেন, ইন্টারনেটে কানেকশন দুর্বল হওয়ার কারণেই নাকি নিজের ব্লগে ছবি আপলোড করতে বেশি সময় লাগছে তাঁর। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শুটিংয়ের ব্যস্ততার মাঝে ব্লগ লেখা ও পোস্ট করার সময়ই পাচ্ছেন না তিনি।

এত দিন ধরে নিয়মিত ব্লগ লিখতে না পারার কারণে ক্ষমাও চেয়েছেন সকল ভক্তদের কাছে। বিগ বি জানান, অনুরাগীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ তিনি বুঝতে পেরেছেন। আসলে কাজের চাপ, টাইট শিডিউল, ঠিক করে ঘুম না হওয়া, বিশ্রামের অভাব সহ একাধিক কারণে লিখতে বসারই সময় পাচ্ছেন না তিনি, তবে কথা দিলেন এবার সবকিছুর মধ্যে একটা সমতা রাখার চেষ্টা করবেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments