শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeকলকাতাবিজয়া সম্মিলনী চাঁদের হাট,উপস্থিত ছিলেন একাধিক তারকা

বিজয়া সম্মিলনী চাঁদের হাট,উপস্থিত ছিলেন একাধিক তারকা

বৃহস্পতিবার আলিপুর জেল মিউজিয়ামে আয়োজিত হলে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির ছিলেন নামী শিল্পপতি থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড় সহ টলিউডের একাধিক বড় বড় তারকারা। জায়েন্ট স্ক্রিনে সারাক্ষণ দেখা গেল রেড রোডের দুর্গা পূজার কার্নিভাল।

প্রতিবছর নিউটাউনে এই বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হয় যা এবার অনুষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার বিকেল থেকেই সেখানে অতিথিদের আগমন শুরু হয়। হাসিমুখে তাদের স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন উজ্জ্বল সিনহা, হর্স নেউটিয়া, রমেশ জুনেজা। চলতি মাসের ২১ এবং ২২ তারিখ রাজ্য সরকারের উদ্দেশ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে শিল্পপতিদের উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছিদ্র তারকাদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, গার্গী রায়চৌধুরী, অরিন্দম শীল, সব্যসাচী চৌধুরী, নুসরাত জাহান সহ আরো অনেকে। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়।

 

আগামী ৫ থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসবের এই দিনগুলিতে যাতে তারকারা সক্রিয়ভাবে উপস্থিত থাকেন সেই বিষয় নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments