এই মুহূর্তে টানা বৃষ্টিতে জেরবার পাহাড়ের বাসিন্দারা। একদিকে অতিরিক্ত বৃষ্টি অন্যদিকে হড়পা বান, সব মিলিয়ে পাহাড়ের একাধিক স্থান ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এর মধ্যেই ৫ আগস্ট উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামের বিচ্ছিন্ন অঞ্চল ধুয়ে মুছে সাফ হয়ে গেল হরপা বানের তোরে।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, উচু পাহাড় থেকে নদীর জল দ্রুতগতিতে নেমে আসছে। জলের সঙ্গে রয়েছে কাদার স্রোত। সেই স্রোতে ভেসে চলে যায় আস্ত একটি গ্রাম। পালাতে গিয়েও পালাতে পারেন না বহু মানুষ।
ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে, এই দুর্যোগে মৃত্যু হয়েছে চারজনের। খবর পাওয়া যাচ্ছে না প্রায় ৫০ জন মানুষের। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানিয়েছে, উদ্ধার কাজে জেলা প্রশাসনের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও হাত লাগিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার ফলে পৌঁছে গিয়েছেন ইন্দুর টিবেটান বর্ডার পুলিশের ১৭ জনের সদস্য।
দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ। তবে এইভাবে ক্রমাগত বৃষ্টিতে আরও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে গোটা ব্যাপারটি নিয়ে ভীষণ উদ্বিগ্ন সরকার।