আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি নির্দিষ্ট সময় শুরু করা গেল না ভারত ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। দুই দলের ক্রিকেটাররা মাঠে নেমে পড়ার পরেও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো তাদের। নির্ধারিত সময়ের চার মিনিট পর শুরু হল খেলা। মাঠে দুইদলের ক্রিকেটাররা নেমে গেলেও ৩০ গজের বৃত্ত চিহ্নিত করতে ভুলে গিয়েছিলেন মাঠ কর্মীরা আর তার জন্যই এই দেরি।
খেলোয়াড়রা মাঠে নামার পর বিষয়টি নজরে আসে সকলের তাই খেলা শুরু করতে গিয়েও তা করতে পারেননি আম্পায়রা। সঙ্গে সঙ্গে মাঠকর্মীদের ডেকে আনা হলে তারা চুন দিয়ে দাগ কেটে দেন এবং তারপরেই শুরু হয়ে যায় খেলা।
মঙ্গলবার ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল তাও কেন খেলা শুরু হওয়ার আগে মাঠ প্রস্তুত করা হয়নি তা নিয়ে উঠেছে প্রশ্ন। গায়ানার ক্রিকেট সংস্থার এই অবহেলা নজির বিহীন বলে দাবি করেছেন অনেকে।