মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এসএসকেএম হাসপাতালে যান। তিনি জানিয়েছেন যে, তিনি রুটিন চেকআপের জন্য এসেছেন। এসএসকেএম সূত্রে জানা গেছে যে, তাঁর জন্য উডবার্ন ব্লকে একটি কেবিন প্রস্তুত রাখা হয়েছে। এমনকি প্রয়োজনে এক্স-রে করানোরও ব্যবস্থা রয়েছে। হাসপাতালে পৌঁছেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সেখানে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। আসলে গত কয়েক দিন ধরে তৃণমূল সুপ্রিমো পায়ের সমস্যায় ভুগছেন।
শুক্রবার এসএসকেএমে পৌঁছে তিনি জানান, রুটিন চেকআপের জন্যই সেখানে গেছেন। মূলত পায়ের চেকআপ করাতে গেছেন। শুধু এক্স রে করাবেন’। এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের নতুন বছরের শুভেচ্ছাও জানান। মুখ্যমন্ত্রী গত সেপ্টেম্বর মাসেও স্পেন এবং দুবাই সফর সেরে এসএসকেএমে এসেছিলেন। আসলে তিনি বিদেশে থাকাকালীন বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন। ব্যস্ত কর্মসূচি থাকায় সময় না পেয়ে পায়ের চিকিৎসা করাতে পারেননি, তাই কলকাতায় ফেরার একদিন পরেই নিজের পায়ের চিকিৎসা করাতে যান তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছিলো যে, মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, গত জুন মাসে উত্তরবঙ্গ সফরে পায়ে চোট পান। জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে ওই হেলিকপ্টারটি। সেই সময়ই পায়ে চোট লাগে তাঁর। কলকাতায় ফিরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান। সেইসময় বেশ কিছুদিন তাঁকে হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল।