রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাতৃণমূল প্রার্থী অভিষেকের বিগত পাঁচ বছরে বেড়েছে নগদের পরিমাণ, ভোটের হলফনামায় দিলেন...

তৃণমূল প্রার্থী অভিষেকের বিগত পাঁচ বছরে বেড়েছে নগদের পরিমাণ, ভোটের হলফনামায় দিলেন সম্পত্তির খতিয়ান

ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট ২০১৯ এর মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ৯২ হাজার ৫০০ টাকা। এবার দীর্ঘ পাঁচ বছর পর সেই অঙ্ক বাড়লো অনেকটা। চলতি বছরের ১০ই মে মনোনয়ন জমা দিয়ে অভিষেক তাঁর হলফনামায় জানিয়েছেন যে, তাঁর হাতে এখন নগদ ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা রয়েছে। হলফনামা অনুযায়ী, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে কোনোরকম নগদ টাকা না থাকলেও অভিষেকের ১০ বছরের মেয়ে এবং চার বছরের ছেলের হাতে যথাক্রমে ৬০ হাজার ৭৮১ টাকা এবং ৬১ হাজার ১৬৩ টাকা নগদ রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন অভিষেক।

গত বার অভিষেক ও রুজিরার বাড়ি, জমি ইত্যাদি স্থাবর সম্পত্তি ছিল না, এবারও তা নেই। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী, একটি আর্থিক সংস্থা থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকার মতো ঋণ নিয়েছেন, তবে দেনা সংক্রান্ত কোনো জটিলতা না থাকলেও ফৌজদারি মামলার সংখ্যায় বদল এসেছে। পাঁচ বছর আগে অভিষেকের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা ছিল না, কিন্তু এবার তাঁর বিরুদ্ধে দুটি মামলার উল্লেখ রয়েছে। গত লোকসভা ভোটের সময়ে অভিষেকের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৭১ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা ৪৫ পয়সা। আর পাঁচ বছর পর তা বেড়ে এক কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা হয়েছে।

২০১৯ সালে অভিষেকের স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩৫ লক্ষ ৫৫ হাজার ৯১৫ টাকা, যা এবার বেড়ে গিয়ে হয়েছে ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা। গত বার এক সন্তানের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লক্ষ ৯৭ হাজার ৬৬৪ টাকা, তবে এইবার দুই সন্তানের সম্পত্তির পরিমাণ প্রায় ২৭ লক্ষ ৭৩ হাজার টাকা। একটি বিষয় লক্ষণীয়, অভিষেক ও রুজিরার সোনাদানার পরিমাণ বৃদ্ধি পায়নি। অভিষেকের কাছে পাঁচ বছর আগে ৩০ গ্রাম সোনা, আর এখনও সেই পরিমাণ রয়েছে। আবার ২০১৯ সালে রুজিরার কাছে ৬৫৮ গ্রাম সোনা ছিল, আর এইবারও সেই পরিমাণ রয়েছে। তবে, এইবার তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে তাঁদের এক সন্তানের নামে ৫০ গ্রাম সোনা, যার মূল্য প্রায় ৩ লক্ষ ৩২ হাজার টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments