মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeদেশএবার ‘কুস্তির আখড়া’য় রাহুল গান্ধী! প্রতিবাদে সরব অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বজরং-সাক্ষীরা

এবার ‘কুস্তির আখড়া’য় রাহুল গান্ধী! প্রতিবাদে সরব অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বজরং-সাক্ষীরা

দীর্ঘ দিন ধরেই জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে দেশের কুস্তিগিরদের মধ্যে অসন্তোষ চলছে। ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় কুস্তিগিরেরা, কারণ নতুন প্রেসিডেন্ট সঞ্জয় সিংহ হলেন প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ। আর এই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কুস্তিগিরেরা। এমনকি তাঁকে অপসারণের জন্যই এর আগে আন্দোলনেও নেমেছিলেন বজরং, সাক্ষী সহ দেশের অন্য কুস্তিগেরের।

শেষ পর্যন্ত ব্রিজভূষণকে সরানো হলেও তাঁরই ঘনিষ্ঠকে বসানো হয় ডব্লুএফআইয়ের সিংহাসনে। এতে পরিস্থিতির কোনো বদল ঘটবে না বলেই মনে করছেন বজরংরা। সম্প্রতি পদ্মশ্রী সম্মান ফেরৎ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে এসেছিলেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী বজরং পুনিয়া, কিন্তু প্রধামন্ত্রীর দেখা না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বজরং। সংসদের বাইরে রাস্তায় নিজের পদ্মশ্রী পদক ছুড়ে ফেলে দিয়ে এসেছিলেন তিনি। একে একে দেশের অন্য কুস্তিগিরেরাও এই প্রতিবাদে সরব হয়েছিলেন।

তারা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাওয়া পদক ফেরাতে শুরু করেছিলেন। বজরংও জানিয়েছিলেন, যতদিন না যৌন হেনস্থার শিকার হওয়া তাঁর কুস্তিগির ভাই-বোনেরা দেশের সরকারের কাছ থেকে সুবিচার পাচ্ছেন, ততদিন তিনি পদ্মশ্রী সম্মান ফেরৎ নেবেন না। সকল প্রতিবাদী কুস্তিগির যথাক্রমে বজরং, সাক্ষী মালিক, বিনেশ ফোগত সহ অনেকেই হরিয়ানার ঝাঝড় জেলার এক কুস্তির আখড়ায় জমায়েত হয়েছিলেন। সেখানে হাজির হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাত সকালে কুস্তির আখড়ায় তাঁদের সঙ্গে কুস্তি লড়তেও দেখা যায় রাহুলকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments