মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeকলকাতাএবার দিল্লিতে হদিস মিলল কোভিডের নয়া উপরূপ জেএন.১! নির্দেশিকা জারি এমসের!...

এবার দিল্লিতে হদিস মিলল কোভিডের নয়া উপরূপ জেএন.১! নির্দেশিকা জারি এমসের! জানুন বিস্তারিত

কোভিডের দাপটে কাঁটা হয়ে আছে জনগন। একের পর এক জায়গায় হদিস মিলছে নতুন ভ্যারিয়েন্টের। এবার রাজধানী দিল্লিতেও সন্ধান পাওয়া গেলো কোভিডের নয়া উপরূপ জেএন.১। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, দিল্লির এক ব্যক্তির দেহে কোভিডের এই নয়া উপরূপের হদিস মিলেছে। স্বাস্থ্যমন্ত্রী এই বিষয় নিয়ে রাজধানীবাসীকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন। দিল্লিতে কোভিডের নয়া উপরূপের হদিস পাওয়া যেতেই এমস জারি করেছে একগুচ্ছ নির্দেশিকা।

এমসের অধিকর্তা, বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন, আর তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়ে জরুরি বিভাগে কোভিড স্ক্রিনিং ওপিডি চালু করা হবে। গুরুতর শ্বাসকষ্ট, জ্বর এবং কাশি রয়েছে এমন রোগীদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হবে। ১২টি করে শয্যা রাখা হবে প্রতিটি ওয়ার্ডে। গত সেপ্টেম্বর মাসে আমেরিকায়করোনার নতুন এই উপরূপটির খোঁজ পাওয়া গেছিল। তারপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে জেএন.১-এর সন্ধান মিলেছে। ইউরোপের পাশাপাশি চিনেও আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু করে।

ভারতের কেরলে প্রথম এই রোগীর সন্ধান মেলে। তারপর অন্য রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়ে এই উপরূপ। একে একে গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু এবং তেলঙ্গানা এবং গুজরাটে কোভিডের নতুন উপরূপের হদিস পাওয়া গেছে। এবার সেই তালিকায় জুড়ল দিল্লির নাম। ভারতে এখনো পর্যন্ত ১০৯ জন কোভিডের এই নয়া উপরুপে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৩৬ জন গুজরাট, ৩৪ জন কর্নাটক, ১৪ জন গোয়া, ৯ জন মহারাষ্ট্র, ৬ জন কেরল, ৪ জন রাজস্থান, ৪ জন তামিলনাড়ুতে এবং ২ জন তেলঙ্গানার বাসিন্দা। জেএন.১ আক্রান্ত বেশির ভাগ করোনা রোগী বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। যদিও তাদের এখনো পর্যন্ত তেমন গুরুতর কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments